দূষিত শহরের তালিকায় ঢাকা পাঁচ নম্বরে, এক নম্বরে দিল্লি
অনলাইন ডেস্ক | ১৬ অক্টোবর, ২০১৯ ২২:২৫
বিশ্বের দশটি দূষিত শহরের তালিকায় ঢাকা রয়েছে পাঁচ নম্বরে। এক নম্বরে রয়েছে ভারতের দিল্লি এবং দ্বিতীয় দূষিত শহর পাকিস্তানের লাহোর। এছাড়া, চীনের রাজধানী বেইজিং রয়েছে দশম অবস্থানে।
বিশ্বের বায়ুর মান পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের পর্যবেক্ষণে এমনটাই দেখা গেছে। সংস্থাটি জানায়, বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে ঢাকার বায়ুতে দূষণের পরিমাণ দ্রুত বাড়ছে।
সংস্থাটির হিসেবে দূষিত শহরের তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে মঙ্গোলিয়ার রাজধানীর ওলানবাটর ও কুয়েত সিটি। আর ঢাকার পর ষষ্ঠ অবস্থানে রয়েছে কলকাতা শহর।
প্রসঙ্গত, মৌসুমি বায়ুর বিদায় ও শীতের আগমনে আগ দিয়ে রাজধানীর চারপাশের ইটভাটাগুলো চালু হওয়ার পাশাপাশি নির্মাণকাজও বাড়ছে। আর এতেই রাজধানীর বাতাসে দূষণ বাড়তে শুরু করেছে। পরিবেশ অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, রাজধানীর বাতাস দুই দিন ধরে অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। তবে রাজধানীর চেয়েও খারাপ অবস্থা নারায়ণগঞ্জ জেলার। সেখানকার বাতাসে দূষিত বস্তুকণার পরিমাণ ঢাকার চেয়েও বেশি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৬ অক্টোবর, ২০১৯ ২২:২৫

বিশ্বের দশটি দূষিত শহরের তালিকায় ঢাকা রয়েছে পাঁচ নম্বরে। এক নম্বরে রয়েছে ভারতের দিল্লি এবং দ্বিতীয় দূষিত শহর পাকিস্তানের লাহোর। এছাড়া, চীনের রাজধানী বেইজিং রয়েছে দশম অবস্থানে।
বিশ্বের বায়ুর মান পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের পর্যবেক্ষণে এমনটাই দেখা গেছে। সংস্থাটি জানায়, বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে ঢাকার বায়ুতে দূষণের পরিমাণ দ্রুত বাড়ছে।
সংস্থাটির হিসেবে দূষিত শহরের তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে মঙ্গোলিয়ার রাজধানীর ওলানবাটর ও কুয়েত সিটি। আর ঢাকার পর ষষ্ঠ অবস্থানে রয়েছে কলকাতা শহর।
প্রসঙ্গত, মৌসুমি বায়ুর বিদায় ও শীতের আগমনে আগ দিয়ে রাজধানীর চারপাশের ইটভাটাগুলো চালু হওয়ার পাশাপাশি নির্মাণকাজও বাড়ছে। আর এতেই রাজধানীর বাতাসে দূষণ বাড়তে শুরু করেছে। পরিবেশ অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, রাজধানীর বাতাস দুই দিন ধরে অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। তবে রাজধানীর চেয়েও খারাপ অবস্থা নারায়ণগঞ্জ জেলার। সেখানকার বাতাসে দূষিত বস্তুকণার পরিমাণ ঢাকার চেয়েও বেশি।