ক্যাসিনো ব্যবসা: ২২ জনের ‘দেশত্যাগে নিষেধাজ্ঞা’
অনলাইন ডেস্ক | ২৩ অক্টোবর, ২০১৯ ২০:৩০
ক্যাসিনো ব্যবসায় জড়িত ২২ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এদের মধ্যে আওয়ামী লীগের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন রয়েছেন।
এ ২২ ব্যক্তি যেন বিদেশ যেতে না পারেন সে বিষয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে অনুসন্ধান দলের প্রধান ও সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠি বুধবার বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন পুলিশ বরাবর পাঠানো হয়।
ক্যাসিনো ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। সৈয়দ ইকবাল হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। মহাপরিচালক (বিশেষ অনুসন্ধান) সৈয়দ মাহবুব খানকে তদন্ত কর্মকর্তা করা হয়।
এর আগে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) নুরুন্নবী এবং তার স্ত্রী ফারজানা চৌধুরী রত্নাসহ বেশ কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জানাতে সমস্ত তফসিলী ব্যাংকে নির্দেশ দেয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন গত ১৮ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে।
খবর ইউএনবি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ অক্টোবর, ২০১৯ ২০:৩০

ক্যাসিনো ব্যবসায় জড়িত ২২ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদের মধ্যে আওয়ামী লীগের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন রয়েছেন।
এ ২২ ব্যক্তি যেন বিদেশ যেতে না পারেন সে বিষয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে অনুসন্ধান দলের প্রধান ও সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠি বুধবার বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন পুলিশ বরাবর পাঠানো হয়।
ক্যাসিনো ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। সৈয়দ ইকবাল হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। মহাপরিচালক (বিশেষ অনুসন্ধান) সৈয়দ মাহবুব খানকে তদন্ত কর্মকর্তা করা হয়।
এর আগে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) নুরুন্নবী এবং তার স্ত্রী ফারজানা চৌধুরী রত্নাসহ বেশ কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জানাতে সমস্ত তফসিলী ব্যাংকে নির্দেশ দেয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন গত ১৮ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে।
খবর ইউএনবি।