মন্ত্রণালয়ে দুর্নীতি অনিয়মে জড়িতদের ছাড় নয় : খাদ্যমন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো | ২৪ অক্টোবর, ২০১৯ ০০:৩৫
ফাইল ফটো
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মন্ত্রণালয়ে দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার চট্টগ্রামের মোটেল সৈকতে ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা’ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের ১০টি খাদ্য গুদামে অনিয়ম রয়েছে– এমন তথ্য পেয়ে সেগুলো সিলগালা করা হয়েছে। যারা এসব গুদামের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খাদ্য মন্ত্রণালয়ের শুদ্ধি অভিযান চলছে। গুদামের অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শৃঙ্খলা নিশ্চিত করতে প্রথমে চালের অতিরিক্ত বরাদ্দ নেওয়ার এক ধরনের বিশেষ বাণিজ্য বন্ধ করেছি। আমরা প্রতিটি স্তরে স্তরে ব্যবস্থা গ্রহণ করছি। মন্ত্রণালয়কে কলুষমুক্ত করে কল্যাণমুখী ও স্বচ্ছ মন্ত্রণালয় তৈরির চেষ্টা করছি।’
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামী। এতে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চট্টগ্রাম ব্যুরো | ২৪ অক্টোবর, ২০১৯ ০০:৩৫

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মন্ত্রণালয়ে দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার চট্টগ্রামের মোটেল সৈকতে ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা’ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের ১০টি খাদ্য গুদামে অনিয়ম রয়েছে– এমন তথ্য পেয়ে সেগুলো সিলগালা করা হয়েছে। যারা এসব গুদামের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খাদ্য মন্ত্রণালয়ের শুদ্ধি অভিযান চলছে। গুদামের অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শৃঙ্খলা নিশ্চিত করতে প্রথমে চালের অতিরিক্ত বরাদ্দ নেওয়ার এক ধরনের বিশেষ বাণিজ্য বন্ধ করেছি। আমরা প্রতিটি স্তরে স্তরে ব্যবস্থা গ্রহণ করছি। মন্ত্রণালয়কে কলুষমুক্ত করে কল্যাণমুখী ও স্বচ্ছ মন্ত্রণালয় তৈরির চেষ্টা করছি।’
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামী। এতে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।