বঙ্গবন্ধু মানমন্দিরের নাম পরিবর্তনের প্রস্তাব মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক | ২৪ অক্টোবর, ২০১৯ ০১:১০
পরিবর্তন হতে পারে বঙ্গবন্ধু মানমন্দিরের নাম। ফরিদপুরের ভাঙ্গায় নির্মাণাধীন এই অবজারভেটরির নাম পরিবর্তন নিয়ে বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠকে এর নির্মাণকাজ দ্রুত শেষ করার তাগিদ দিলেও নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দ্রুত এর নির্মাণকাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ইকবালুর রহিম, মো. হাবিবে মিল্লাত, মো. মোজাফ্ফর হোসেন, সেলিমা আহমাদ, হাবিবা রহমান খান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভৌগোলিক গুরুত্বপূর্ণ এ স্থাপনাটি নিয়ে চার বছর আগে থেকে সরকারি পর্যায়ে আলোচনা হলেও এর আনুষ্ঠানিক প্রস্তাবক অধ্যাপক জাফর ইকবাল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির এক সভায় তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীকে স্থানটির ভৌগোলিক গুরুত্ব ও পর্যটকদের আগ্রহের বিষয়ে অবহিত করেন।
এরপর থেকেই সরকারি পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়। গত ২৮ জুন বিভিন্ন গণমাধ্যমে ‘একটি স্বপ্ন’ শিরোনামের প্রবন্ধে তিনি বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানমন্দির’ স্থাপন করার জন্য একটা প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কারিগরি কমিটি তৈরি করে এরই মধ্যে একটি সভাও হয়ে গেছে।’
মন্ত্রণালয়ের বৈঠকে জানানো হয়, বর্তমানে দেশের ৮টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে (ইনমাস) প্রকল্পের কাজ চলমান রয়েছে। কমিটি ইনমাস প্রকল্পের অগ্রগতি আরও গতিশীল ও মানসম্মত করার জন্য বিশেষজ্ঞের মতামত নেওয়ার পরামর্শ দেয়। বৈঠকে ভবিষ্যতে নতুন প্রজেক্ট তৈরির সময় প্রয়োজনীয় জনবলসহ প্রজেক্ট পেপার তৈরির ওপর কমিটি গুরুত্বারোপ করে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৪ অক্টোবর, ২০১৯ ০১:১০

পরিবর্তন হতে পারে বঙ্গবন্ধু মানমন্দিরের নাম। ফরিদপুরের ভাঙ্গায় নির্মাণাধীন এই অবজারভেটরির নাম পরিবর্তন নিয়ে বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠকে এর নির্মাণকাজ দ্রুত শেষ করার তাগিদ দিলেও নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দ্রুত এর নির্মাণকাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ইকবালুর রহিম, মো. হাবিবে মিল্লাত, মো. মোজাফ্ফর হোসেন, সেলিমা আহমাদ, হাবিবা রহমান খান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভৌগোলিক গুরুত্বপূর্ণ এ স্থাপনাটি নিয়ে চার বছর আগে থেকে সরকারি পর্যায়ে আলোচনা হলেও এর আনুষ্ঠানিক প্রস্তাবক অধ্যাপক জাফর ইকবাল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির এক সভায় তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীকে স্থানটির ভৌগোলিক গুরুত্ব ও পর্যটকদের আগ্রহের বিষয়ে অবহিত করেন।
এরপর থেকেই সরকারি পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়। গত ২৮ জুন বিভিন্ন গণমাধ্যমে ‘একটি স্বপ্ন’ শিরোনামের প্রবন্ধে তিনি বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানমন্দির’ স্থাপন করার জন্য একটা প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কারিগরি কমিটি তৈরি করে এরই মধ্যে একটি সভাও হয়ে গেছে।’
মন্ত্রণালয়ের বৈঠকে জানানো হয়, বর্তমানে দেশের ৮টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে (ইনমাস) প্রকল্পের কাজ চলমান রয়েছে। কমিটি ইনমাস প্রকল্পের অগ্রগতি আরও গতিশীল ও মানসম্মত করার জন্য বিশেষজ্ঞের মতামত নেওয়ার পরামর্শ দেয়। বৈঠকে ভবিষ্যতে নতুন প্রজেক্ট তৈরির সময় প্রয়োজনীয় জনবলসহ প্রজেক্ট পেপার তৈরির ওপর কমিটি গুরুত্বারোপ করে।