বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ডের গতি ও বিস্তার কমেছে: যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক | ২ নভেম্বর, ২০১৯ ১৯:৪৬
বাংলাদেশে ২০১৮ সালে জঙ্গি কর্মকাণ্ডের গতি ও বিস্তার কমেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ‘কান্ট্রি রিপোর্ট অন টেরোরিজম ২০১৮’ শিরোনামের প্রতিবেদনে এ মন্তব্য করে তারা।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী পরিকল্পিত হামলা প্রতিহত, সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার, অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক জব্দ করছে। জঙ্গি ও জঙ্গিদের অভয়ারণ্য গড়ে তোলার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ অব্যাহত রেখেছে সরকার।
যুক্তরাষ্ট্র জঙ্গি ও সন্ত্রাসীদের বিচারে এবং ‘বিচারবহির্ভূত হত্যা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ২০১৮ সালের ১১ জুন মুন্সিগঞ্জে শাজাহান বাচ্চুকে হত্যা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনা উল্লেখ করা হয়।
হামলার সময়, জাফর ইকবালকে ‘ইসলামের শত্রু’ আখ্যা দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ সরকার সবসময় স্থানীয় জঙ্গিদের দায়ী করেছে। এরপরও ২০১৫ সাল থেকে বাংলাদেশে প্রায় ৪০টি হামলার ঘটনার দায় স্বীকার করেছে ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা এবং ইসলামিক স্টেট (আইএস)।
এতে বলা হয়, জঙ্গি সংগঠনগুলো তাদের মতাদর্শ প্রচারের জন্য এবং বাংলাদেশ থেকে অনুসারী সংগ্রহের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। আইএস ও আল-কায়েদা সংশ্লিষ্ট বেশ কিছু প্রকাশনা, ভিডিও ও ওয়েবসাইটে বাংলাদেশি যোদ্ধাদের কথা উঠে এসেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২ নভেম্বর, ২০১৯ ১৯:৪৬

বাংলাদেশে ২০১৮ সালে জঙ্গি কর্মকাণ্ডের গতি ও বিস্তার কমেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ‘কান্ট্রি রিপোর্ট অন টেরোরিজম ২০১৮’ শিরোনামের প্রতিবেদনে এ মন্তব্য করে তারা।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী পরিকল্পিত হামলা প্রতিহত, সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার, অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক জব্দ করছে। জঙ্গি ও জঙ্গিদের অভয়ারণ্য গড়ে তোলার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ অব্যাহত রেখেছে সরকার।
যুক্তরাষ্ট্র জঙ্গি ও সন্ত্রাসীদের বিচারে এবং ‘বিচারবহির্ভূত হত্যা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ২০১৮ সালের ১১ জুন মুন্সিগঞ্জে শাজাহান বাচ্চুকে হত্যা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনা উল্লেখ করা হয়।
হামলার সময়, জাফর ইকবালকে ‘ইসলামের শত্রু’ আখ্যা দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ সরকার সবসময় স্থানীয় জঙ্গিদের দায়ী করেছে। এরপরও ২০১৫ সাল থেকে বাংলাদেশে প্রায় ৪০টি হামলার ঘটনার দায় স্বীকার করেছে ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা এবং ইসলামিক স্টেট (আইএস)।
এতে বলা হয়, জঙ্গি সংগঠনগুলো তাদের মতাদর্শ প্রচারের জন্য এবং বাংলাদেশ থেকে অনুসারী সংগ্রহের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। আইএস ও আল-কায়েদা সংশ্লিষ্ট বেশ কিছু প্রকাশনা, ভিডিও ও ওয়েবসাইটে বাংলাদেশি যোদ্ধাদের কথা উঠে এসেছে।