বিএনপি চায় না রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাক: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ৫ নভেম্বর, ২০১৯ ০০:০৪
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি চায় না যে রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাক। তারা সেটি চায় না, কারণ রোহিঙ্গারা থাকলে তাদের সুবিধা। তারা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করতে পারে।’
সোমবার বিকেলে ঢাকায় সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ‘ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর দেশের নীতিবিরোধী’ বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের দিকে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী এসব বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ভাসানচরে অত্যন্ত সুন্দরভাবে তাদের (রোহিঙ্গাদের) বাসস্থান নির্মাণ করা হয়েছে। এবং সমস্ত ‘সেফটি মেজার’ নিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নৌবাহিনীর সহায়তায় সেখানে কাজগুলো করা হয়েছে।
‘সেখানে যাওয়ার ক্ষেত্রে কারা বিরোধিতা করে আপনারা জানেন’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কিছু এনজিও নিজের সুবিধার্থে এর বিরোধিতা করেছিল, সেই এনজিওগুলোকে চিহ্নিত করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসলে ভাসানচরে নেয়ার বিরোধিতা নয়, রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাক- এরই বিরোধিতা করছেন। কারণ তারা গেলে তো তাদের রাজনীতি করার সুযোগটা থাকে না।’
তথ্যমন্ত্রীর সঙ্গে ঢাকা সাংবাদিক ইউনিয়ন
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর নেতৃত্বে তাদের নির্বাহী কমিটির সদস্যরা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্যসচিব আবদুল মালেক, প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৫ নভেম্বর, ২০১৯ ০০:০৪

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি চায় না যে রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাক। তারা সেটি চায় না, কারণ রোহিঙ্গারা থাকলে তাদের সুবিধা। তারা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করতে পারে।’
সোমবার বিকেলে ঢাকায় সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ‘ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর দেশের নীতিবিরোধী’ বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের দিকে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী এসব বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ভাসানচরে অত্যন্ত সুন্দরভাবে তাদের (রোহিঙ্গাদের) বাসস্থান নির্মাণ করা হয়েছে। এবং সমস্ত ‘সেফটি মেজার’ নিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নৌবাহিনীর সহায়তায় সেখানে কাজগুলো করা হয়েছে।
‘সেখানে যাওয়ার ক্ষেত্রে কারা বিরোধিতা করে আপনারা জানেন’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কিছু এনজিও নিজের সুবিধার্থে এর বিরোধিতা করেছিল, সেই এনজিওগুলোকে চিহ্নিত করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসলে ভাসানচরে নেয়ার বিরোধিতা নয়, রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাক- এরই বিরোধিতা করছেন। কারণ তারা গেলে তো তাদের রাজনীতি করার সুযোগটা থাকে না।’
তথ্যমন্ত্রীর সঙ্গে ঢাকা সাংবাদিক ইউনিয়ন
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর নেতৃত্বে তাদের নির্বাহী কমিটির সদস্যরা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্যসচিব আবদুল মালেক, প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।