ডেঙ্গুতে মৃত্যু ও নতুন আক্রান্ত অব্যাহত
নিজস্ব প্রতিবেদক | ৭ নভেম্বর, ২০১৯ ০০:৫৯
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব এখনো অব্যাহত রয়েছে। এক মাস ধরেই আক্রান্তর সংখ্যা দেড় শ থেকে দুই শর ঘরে ওঠানামা করছে। বুধবার বরিশালে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি সপ্তাহে ঢাকার বাইরে চারজন মারা গেল। এ ছাড়া এ সপ্তাহেই সরকারি হিসাবে ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটি সর্বশেষ মোট ২৫১ জন সন্দেহভাজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত মানুষের মধ্যে ১৭৯টি মৃত্যুর তথ্য পর্যালোচনা করেছে। এর মধ্যে এই মৌসুমে ডেঙ্গুতে মোট ১১২ জনের মৃত্যু নিশ্চিত করেছে ডেথ রিভিউ কমিটি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে নতুন করে ১৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তার আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১৮৯। নতুন আক্রান্তর মধ্যে ঢাকা শহরের ৪১টি হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ জন আর ঢাকার বাইরে সারা দেশে ১১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে ৭৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। এর মধ্যে ঢাকায় ৩০৯ ও ঢাকার বাইরে ৪৫৭ জন। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত রোগী ২ দশমিক ১ শতাংশ কমেছে। এ নিয়ে এখন পর্যন্ত (জানুয়ারি থেকে) সরকারি হিসাবে দেশে ডেঙ্গুতে মোট আক্রা‡ন্তর সংখ্যা দাঁড়াল ৯৭ হাজার ১৯৩। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৬ হাজার ১৭৬ জন।
বরিশালে একজনের মৃত্যু : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মনিজা বেগম (৪৫) নামে আরও এক ডেঙ্গু রোগী মারা গেছেন। আমাদের বরিশাল প্রতিনিধি জানান, সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে এবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। নিহত মনিজা পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার রাজবাড়ী গ্রামের মো. কামালের স্ত্রী।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, ২ নভেম্বর দুপুর ২টা ৫৫ মিনিটে ডেঙ্গু আক্রান্ত মনিজা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ছিল আশঙ্কাজনক। গত কয়েক দিনের চিকিৎসায়ও তার কোনো উন্নতি হয়নি। গতকাল বুধবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।
পিরোজপুরে বেড়েছে ডেঙ্গু রোগী : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ জন। এর মধ্যে পিরোজপুর সদর হাসপাতালে ১০ জন এবং নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন রয়েছে। এ ছাড়া বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৪ জন রোগী। এদের মধ্যে সদর উপজেলায় ১৬, নাজিরপুরে ১০, ভান্ডারিয়ায় ৩ ও মঠবাড়িয়ায় ৬ জন রোগী ভর্তি রয়েছে।
পিরোজপুরের সিভিল সার্জন ডা. ফারুক আলম জানান, জেলায় ডেঙ্গু রোগী কমে এসেছিল। কিন্তু কয়েক দিন আগে বৃষ্টি হওয়ার কারণেই আবার পিরোজপুরে ডেঙ্গু রোগী বেড়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৭ নভেম্বর, ২০১৯ ০০:৫৯

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব এখনো অব্যাহত রয়েছে। এক মাস ধরেই আক্রান্তর সংখ্যা দেড় শ থেকে দুই শর ঘরে ওঠানামা করছে। বুধবার বরিশালে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি সপ্তাহে ঢাকার বাইরে চারজন মারা গেল। এ ছাড়া এ সপ্তাহেই সরকারি হিসাবে ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটি সর্বশেষ মোট ২৫১ জন সন্দেহভাজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত মানুষের মধ্যে ১৭৯টি মৃত্যুর তথ্য পর্যালোচনা করেছে। এর মধ্যে এই মৌসুমে ডেঙ্গুতে মোট ১১২ জনের মৃত্যু নিশ্চিত করেছে ডেথ রিভিউ কমিটি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে নতুন করে ১৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তার আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১৮৯। নতুন আক্রান্তর মধ্যে ঢাকা শহরের ৪১টি হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ জন আর ঢাকার বাইরে সারা দেশে ১১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে ৭৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। এর মধ্যে ঢাকায় ৩০৯ ও ঢাকার বাইরে ৪৫৭ জন। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত রোগী ২ দশমিক ১ শতাংশ কমেছে। এ নিয়ে এখন পর্যন্ত (জানুয়ারি থেকে) সরকারি হিসাবে দেশে ডেঙ্গুতে মোট আক্রা‡ন্তর সংখ্যা দাঁড়াল ৯৭ হাজার ১৯৩। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৬ হাজার ১৭৬ জন।
বরিশালে একজনের মৃত্যু : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মনিজা বেগম (৪৫) নামে আরও এক ডেঙ্গু রোগী মারা গেছেন। আমাদের বরিশাল প্রতিনিধি জানান, সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে এবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। নিহত মনিজা পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার রাজবাড়ী গ্রামের মো. কামালের স্ত্রী।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, ২ নভেম্বর দুপুর ২টা ৫৫ মিনিটে ডেঙ্গু আক্রান্ত মনিজা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ছিল আশঙ্কাজনক। গত কয়েক দিনের চিকিৎসায়ও তার কোনো উন্নতি হয়নি। গতকাল বুধবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।
পিরোজপুরে বেড়েছে ডেঙ্গু রোগী : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ জন। এর মধ্যে পিরোজপুর সদর হাসপাতালে ১০ জন এবং নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন রয়েছে। এ ছাড়া বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৪ জন রোগী। এদের মধ্যে সদর উপজেলায় ১৬, নাজিরপুরে ১০, ভান্ডারিয়ায় ৩ ও মঠবাড়িয়ায় ৬ জন রোগী ভর্তি রয়েছে।
পিরোজপুরের সিভিল সার্জন ডা. ফারুক আলম জানান, জেলায় ডেঙ্গু রোগী কমে এসেছিল। কিন্তু কয়েক দিন আগে বৃষ্টি হওয়ার কারণেই আবার পিরোজপুরে ডেঙ্গু রোগী বেড়েছে।