ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক | ১২ নভেম্বর, ২০১৯ ১০:৫৯
দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ৭ ঘণ্টার বেশি সময় পর ঢাকা-চট্টগ্রামের ট্রেন চলাচল শুরু হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আমল।
তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ দুর্ঘটনাস্থল থেকে চট্টগ্রামের তূর্ণা নিশীথা ঢাকা উদ্দেশে ছেড়ে এসেছে। বাকি সব ট্রেন নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে।
মঙ্গলবার রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা এবং সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষে ১৫ জনের প্রাণহানি ঘটে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী।
দুর্ঘটনার পরপরই চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গঠন করা হয়েছে তিনটি তদন্ত কমিটি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১২ নভেম্বর, ২০১৯ ১০:৫৯

দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ৭ ঘণ্টার বেশি সময় পর ঢাকা-চট্টগ্রামের ট্রেন চলাচল শুরু হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আমল।
তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ দুর্ঘটনাস্থল থেকে চট্টগ্রামের তূর্ণা নিশীথা ঢাকা উদ্দেশে ছেড়ে এসেছে। বাকি সব ট্রেন নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে।
মঙ্গলবার রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা এবং সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষে ১৫ জনের প্রাণহানি ঘটে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী।
দুর্ঘটনার পরপরই চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গঠন করা হয়েছে তিনটি তদন্ত কমিটি।