বুলবুলে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসন করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার প্রতিনিধি | ১৩ নভেম্বর, ২০১৯ ২১:১০
ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
বুধবার বিকেলে সাভার উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুলে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির তালিকা এখনো আমাদের হাতে সম্পূর্ণ পৌঁছেনি। তালিকা তৈরির জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা কাজ করছে। সেই তালিকা আসার পর আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকে প্রত্যেক মন্ত্রণালয়কে যার যার সেক্টর অনুযায়ী ক্ষতির তালিকা পৌঁছে দেব। তারপর সেই তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’
তিনি বলেন, ‘আগামী ১৫ নভেম্বর সাভার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যে কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল করবে, যে কমিটি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দলকে শক্তিশালী করবে সেই রকম কমিটি দেওয়া হবে।’
বর্ধিত সভায় এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার পৌর মেয়র আব্দুল গণিসহ অনেকে।
সাভার প্রতিনিধি
ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। গতকাল বুধবার বিকেলে সাভার উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুলে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির তালিকা এখনো আমাদের হাতে সম্পূর্ণ পৌঁছেনি। তালিকা তৈরির জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা কাজ করছে। সেই তালিকা আসার পর আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকে প্রত্যেক মন্ত্রণালয়কে যার যার সেক্টর অনুযায়ী ক্ষতির তালিকা পৌঁছে দেব। তারপর সেই তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’
তিনি বলেন, ‘আগামী ১৫ নভেম্বর সাভার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যে কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল করবে, যে কমিটি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দলকে শক্তিশালী করবে সেই রকম কমিটি দেওয়া হবে।’
বর্ধিত সভায় এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার পৌর মেয়র আব্দুল গণিসহ অনেকে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সাভার প্রতিনিধি | ১৩ নভেম্বর, ২০১৯ ২১:১০

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
বুধবার বিকেলে সাভার উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুলে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির তালিকা এখনো আমাদের হাতে সম্পূর্ণ পৌঁছেনি। তালিকা তৈরির জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা কাজ করছে। সেই তালিকা আসার পর আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকে প্রত্যেক মন্ত্রণালয়কে যার যার সেক্টর অনুযায়ী ক্ষতির তালিকা পৌঁছে দেব। তারপর সেই তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’
তিনি বলেন, ‘আগামী ১৫ নভেম্বর সাভার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যে কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল করবে, যে কমিটি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দলকে শক্তিশালী করবে সেই রকম কমিটি দেওয়া হবে।’
বর্ধিত সভায় এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার পৌর মেয়র আব্দুল গণিসহ অনেকে।
সাভার প্রতিনিধি
ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। গতকাল বুধবার বিকেলে সাভার উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুলে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির তালিকা এখনো আমাদের হাতে সম্পূর্ণ পৌঁছেনি। তালিকা তৈরির জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা কাজ করছে। সেই তালিকা আসার পর আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকে প্রত্যেক মন্ত্রণালয়কে যার যার সেক্টর অনুযায়ী ক্ষতির তালিকা পৌঁছে দেব। তারপর সেই তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’
তিনি বলেন, ‘আগামী ১৫ নভেম্বর সাভার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যে কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল করবে, যে কমিটি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দলকে শক্তিশালী করবে সেই রকম কমিটি দেওয়া হবে।’
বর্ধিত সভায় এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার পৌর মেয়র আব্দুল গণিসহ অনেকে।