সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ১৫ নভেম্বর, ২০১৯ ০০:৫৩
নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্যাসিনো, ঘুষ, সন্ত্রাস, মাদকসহ সামাজিক অপরাধের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণে বিরোধী দল জাতীয় পার্টির সাংসদ রুস্তম আলী ফরাজীর উত্থাপিত বিধি ৭১-এর ওপর নোটিসের জবাবে মন্ত্রী এ কথা জানান। ফরাজীর উত্থাপিত বিষয়টি ছিল ক্যাসিনো, ঘুষ, সন্ত্রাস, মাদকসহ সব সামাজিক অপরাধের বিরুদ্ধে চলমান অভিযান সারা বছর অব্যাহত রাখা নিয়ে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আমরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। মানুষ সাড়া দিয়েছে। আমরা সফল হয়েছি। মাদক নির্মূল নিয়ে আমরা কাজ করছি। মাদক নিয়ন্ত্রণে আমরা বসে নেই। যদিও মাদক আমরা তৈরি করি না। মাদক আসে প্রতিবেশী দেশগুলো থেকে। আমরা ভারত-মিয়ানমারের সঙ্গে কথা বলেছি। ইয়াবা রোধে মিয়ানমারের সঙ্গে তিন দফায় বৈঠক করেছি। চতুর্থ দফা বৈঠক হবে। মাদকের সরবরাহ বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্ডারে কাজ করছে। সন্ত্রাস দমনে আমরা আইন আপডেট করেছি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কাজ চলছে। গোয়েন্দা নজরদারি বাড়ানোর জন্য গোয়েন্দা সংস্থার আপডেট ও লজিস্টিক সাপোর্ট বাড়ানো হয়েছে।’
তিনি আরও বলেন, সিটিটিসি (কাউন্টার টেররিজম ইউনিটে) সারা দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করছে। আটটি জঙ্গি সংগঠনকে গেজেট দ্বারা নিষিদ্ধ করা হয়েছে। জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করেছি। মাদকও নিয়ন্ত্রণ করতে পারব। তবে দুর্নীতি, ঘুষ, মাদক, ক্যাসিনো, সন্ত্রাস সর্বস্তরে ছড়িয়ে পড়েছে বলা হয়েছে। প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিচ্ছেন না। তিনি অপরাধীকে আইনের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন। আমরা মুখোমুখি করছি। যে অভিযান চলছে, তা অব্যাহত থাকবে। এটা বন্ধ হবে না। যত দিন এই ঘুষ, সন্ত্রাস, ক্যাসিনো, মাদকসহ সব সামাজিক অপরাধ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে না আনতে পারব, তত দিন অভিযান চলমান থাকবে।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৫ নভেম্বর, ২০১৯ ০০:৫৩

নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্যাসিনো, ঘুষ, সন্ত্রাস, মাদকসহ সামাজিক অপরাধের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণে বিরোধী দল জাতীয় পার্টির সাংসদ রুস্তম আলী ফরাজীর উত্থাপিত বিধি ৭১-এর ওপর নোটিসের জবাবে মন্ত্রী এ কথা জানান। ফরাজীর উত্থাপিত বিষয়টি ছিল ক্যাসিনো, ঘুষ, সন্ত্রাস, মাদকসহ সব সামাজিক অপরাধের বিরুদ্ধে চলমান অভিযান সারা বছর অব্যাহত রাখা নিয়ে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আমরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। মানুষ সাড়া দিয়েছে। আমরা সফল হয়েছি। মাদক নির্মূল নিয়ে আমরা কাজ করছি। মাদক নিয়ন্ত্রণে আমরা বসে নেই। যদিও মাদক আমরা তৈরি করি না। মাদক আসে প্রতিবেশী দেশগুলো থেকে। আমরা ভারত-মিয়ানমারের সঙ্গে কথা বলেছি। ইয়াবা রোধে মিয়ানমারের সঙ্গে তিন দফায় বৈঠক করেছি। চতুর্থ দফা বৈঠক হবে। মাদকের সরবরাহ বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্ডারে কাজ করছে। সন্ত্রাস দমনে আমরা আইন আপডেট করেছি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কাজ চলছে। গোয়েন্দা নজরদারি বাড়ানোর জন্য গোয়েন্দা সংস্থার আপডেট ও লজিস্টিক সাপোর্ট বাড়ানো হয়েছে।’
তিনি আরও বলেন, সিটিটিসি (কাউন্টার টেররিজম ইউনিটে) সারা দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করছে। আটটি জঙ্গি সংগঠনকে গেজেট দ্বারা নিষিদ্ধ করা হয়েছে। জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করেছি। মাদকও নিয়ন্ত্রণ করতে পারব। তবে দুর্নীতি, ঘুষ, মাদক, ক্যাসিনো, সন্ত্রাস সর্বস্তরে ছড়িয়ে পড়েছে বলা হয়েছে। প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিচ্ছেন না। তিনি অপরাধীকে আইনের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন। আমরা মুখোমুখি করছি। যে অভিযান চলছে, তা অব্যাহত থাকবে। এটা বন্ধ হবে না। যত দিন এই ঘুষ, সন্ত্রাস, ক্যাসিনো, মাদকসহ সব সামাজিক অপরাধ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে না আনতে পারব, তত দিন অভিযান চলমান থাকবে।’