মন্ত্রীর আশ্বাসে পরিবহন শ্রমিকদের ধর্মঘট স্থগিত
নিজস্ব প্রতিবেদক | ২১ নভেম্বর, ২০১৯ ০১:৪৩
ছবি: দেশ রূপান্তর
নতুন কার্যকর সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৯ দফা দাবির অনেকগুলো মেনে নেওয়ার আশ্বাসে ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বুধবার মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে প্রায় চার ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান বাংলাদেশ পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান। স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পরিবহন মালিক শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ায় তারা ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
নতুন আইন সংশোধনের বিষয়ে তিনি বলেন, তাদের দাবি ছিল ৯টি ধারা নিয়ে। আমরা বলেছি, এগুলো সংশোধনের সুপারিশ আকারে পরিবহন মন্ত্রীর কাছে পাঠাব। তিনি এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স নিয়ে একটা অসঙ্গতি ছিল। আমরা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এসব লাইসেন্স ঠিক করে নেওয়ার সময় বেঁধে দিয়েছি। এর আগ পর্যন্ত পূর্বের লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবেন চালকেরা। তবে অবৈধ লাইসেন্স দিয়ে কেউ গাড়ি চালাতে পারবেন না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান বলেন, গাড়ির ফিটনেসহীনতার কারণে ৪ গুণ জরিমানা করা হয়েছিল, এ ছাড়া গাড়ির দৈর্ঘ্য-প্রস্থ নিয়ে কিছু জটিলতা ছিল এইগুলো ৩০ জুনের মধ্যে বিআরটিএ চেয়ারম্যানের সাথে বসে পরিবহন মালিক শ্রমিক ঠিক করে নেবে।বাংলাদেশ পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রোস্তম আলী খান বলেন, আপাতত আমাদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া ও আইন সংশোধনের আশ্বাস দেওয়ায় আমরা পরিবহন ধর্মঘট স্থগিত করছি।
আল্টিমেটাম না দিয়ে ধর্মঘটে যাওয়া জনগণ ও সরকারকে জিম্মি করা কি না সাংবাদিকের এমন প্রশ্নে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মোহাম্মাদ মনির বলেন, আমরা আন্দোলনে যাওয়ার পক্ষে ছিলাম না। তবে শ্রমিকেরা স্বেচ্ছায় কর্ম বিরতিতে চলে গেছে। এ জন্য আমরা বাধ্য হয়েছি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২১ নভেম্বর, ২০১৯ ০১:৪৩

নতুন কার্যকর সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৯ দফা দাবির অনেকগুলো মেনে নেওয়ার আশ্বাসে ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বুধবার মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে প্রায় চার ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান বাংলাদেশ পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান। স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পরিবহন মালিক শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ায় তারা ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
নতুন আইন সংশোধনের বিষয়ে তিনি বলেন, তাদের দাবি ছিল ৯টি ধারা নিয়ে। আমরা বলেছি, এগুলো সংশোধনের সুপারিশ আকারে পরিবহন মন্ত্রীর কাছে পাঠাব। তিনি এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স নিয়ে একটা অসঙ্গতি ছিল। আমরা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এসব লাইসেন্স ঠিক করে নেওয়ার সময় বেঁধে দিয়েছি। এর আগ পর্যন্ত পূর্বের লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবেন চালকেরা। তবে অবৈধ লাইসেন্স দিয়ে কেউ গাড়ি চালাতে পারবেন না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান বলেন, গাড়ির ফিটনেসহীনতার কারণে ৪ গুণ জরিমানা করা হয়েছিল, এ ছাড়া গাড়ির দৈর্ঘ্য-প্রস্থ নিয়ে কিছু জটিলতা ছিল এইগুলো ৩০ জুনের মধ্যে বিআরটিএ চেয়ারম্যানের সাথে বসে পরিবহন মালিক শ্রমিক ঠিক করে নেবে।বাংলাদেশ পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রোস্তম আলী খান বলেন, আপাতত আমাদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া ও আইন সংশোধনের আশ্বাস দেওয়ায় আমরা পরিবহন ধর্মঘট স্থগিত করছি।
আল্টিমেটাম না দিয়ে ধর্মঘটে যাওয়া জনগণ ও সরকারকে জিম্মি করা কি না সাংবাদিকের এমন প্রশ্নে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মোহাম্মাদ মনির বলেন, আমরা আন্দোলনে যাওয়ার পক্ষে ছিলাম না। তবে শ্রমিকেরা স্বেচ্ছায় কর্ম বিরতিতে চলে গেছে। এ জন্য আমরা বাধ্য হয়েছি।