‘রয়েসয়ে’ সড়ক আইন বাস্তবায়নের পক্ষে ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক | ২৫ নভেম্বর, ২০১৯ ১৪:০১
ফাইল ছবি
নতুন সড়ক পরিবহন আইন টিকিয়ে রাখতে তা ‘রয়েসয়ে বাস্তবায়নের’ পক্ষে মত দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
পরিবহন আইন নিয়ে মালিক-শ্রমিকদের ধর্মঘটের বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা পরিস্থিতি দেখেছেন। সংবাদমাধ্যম প্রথমে আমাদের পক্ষেই ছিল। তবে এ পরিস্থিতি চার-পাঁচ দিন থাকলে আর পক্ষে থাকত না।’
তিনি বলেন, আইনটি টিকিয়ে রাখতে রয়েসয়ে এগোতে হবে। র্যাডিকাল কোনো সিদ্ধান্ত নিলেই হবে না, বাস্তবতা দেখতে হবে। বিধি প্রণয়ন করা হচ্ছে। সেটা হলে অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে।
সড়ক পরিবহন আইন বাস্তবায়ন নিয়ে সরকার ‘কারও কাছে জিম্মি নয়’ বলেও এক প্রশ্নের জবাবে দাবি করেন সড়ক পরিবহনমন্ত্রী।
পুলিশের অনুমতি ছাড়াই বিএনপির সমাবেশ করার ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘সভা-সমাবেশ করতে হলে পুলিশের অনুমতি নিতেই হবে। নিয়মকানুন বিসর্জন দিয়ে কোনো কিছু করা যাবে না।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৫ নভেম্বর, ২০১৯ ১৪:০১

নতুন সড়ক পরিবহন আইন টিকিয়ে রাখতে তা ‘রয়েসয়ে বাস্তবায়নের’ পক্ষে মত দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
পরিবহন আইন নিয়ে মালিক-শ্রমিকদের ধর্মঘটের বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা পরিস্থিতি দেখেছেন। সংবাদমাধ্যম প্রথমে আমাদের পক্ষেই ছিল। তবে এ পরিস্থিতি চার-পাঁচ দিন থাকলে আর পক্ষে থাকত না।’
তিনি বলেন, আইনটি টিকিয়ে রাখতে রয়েসয়ে এগোতে হবে। র্যাডিকাল কোনো সিদ্ধান্ত নিলেই হবে না, বাস্তবতা দেখতে হবে। বিধি প্রণয়ন করা হচ্ছে। সেটা হলে অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে।
সড়ক পরিবহন আইন বাস্তবায়ন নিয়ে সরকার ‘কারও কাছে জিম্মি নয়’ বলেও এক প্রশ্নের জবাবে দাবি করেন সড়ক পরিবহনমন্ত্রী।
পুলিশের অনুমতি ছাড়াই বিএনপির সমাবেশ করার ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘সভা-সমাবেশ করতে হলে পুলিশের অনুমতি নিতেই হবে। নিয়মকানুন বিসর্জন দিয়ে কোনো কিছু করা যাবে না।’