পরিকল্পিত নগরায়ণ সভ্যতাকে এগিয়ে নেবে: গণপূর্তমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ২৭ নভেম্বর, ২০১৯ ০০:৫৫
সুপরিকল্পিত নগরায়ণ আধুনিক সভ্যতাকে এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, ‘বিশ্বের কাছে আমাদের স্থাপত্য উন্নত ও সমৃদ্ধ হিসেবে তুলে ধরতে হবে। তাহলে দেশের ভাব-মর্যাদা উজ্জ্বল হবে।’
মঙ্গলবার বিকেলে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন। সেখানে রাজউক চেয়ারম্যান ড. সুলতান আহমেদ পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য পাওয়া ‘এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড ২০১৯’- এর ক্রেস্ট ও সনদপত্র মন্ত্রীকে হস্তান্তর করেন।
শ ম রেজাউল করিম বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে প্রাপ্ত এ পুরস্কার বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অপূর্ব স্থাপত্য নকশার পূর্বাচল নতুন শহর প্রকল্প বহির্বিশ্বে দেশের ভাবমর্যাদা উজ্জ্বল করেছে। এ প্রকল্প পরিকল্পিত নগরায়ণের ড়্গেত্রে মাইলফলক হয়ে থাকবে।’
এ সময় গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব মো. হেমায়েত হোসেন, মো. ইয়াকুব আলী পাটওয়ারী, ড. মো. আফজাল হোসেন, মো. মনিরুজ্জামান, মো. ইমরুল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৭ নভেম্বর, ২০১৯ ০০:৫৫

সুপরিকল্পিত নগরায়ণ আধুনিক সভ্যতাকে এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, ‘বিশ্বের কাছে আমাদের স্থাপত্য উন্নত ও সমৃদ্ধ হিসেবে তুলে ধরতে হবে। তাহলে দেশের ভাব-মর্যাদা উজ্জ্বল হবে।’
মঙ্গলবার বিকেলে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন। সেখানে রাজউক চেয়ারম্যান ড. সুলতান আহমেদ পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য পাওয়া ‘এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড ২০১৯’- এর ক্রেস্ট ও সনদপত্র মন্ত্রীকে হস্তান্তর করেন।
শ ম রেজাউল করিম বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে প্রাপ্ত এ পুরস্কার বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অপূর্ব স্থাপত্য নকশার পূর্বাচল নতুন শহর প্রকল্প বহির্বিশ্বে দেশের ভাবমর্যাদা উজ্জ্বল করেছে। এ প্রকল্প পরিকল্পিত নগরায়ণের ড়্গেত্রে মাইলফলক হয়ে থাকবে।’
এ সময় গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব মো. হেমায়েত হোসেন, মো. ইয়াকুব আলী পাটওয়ারী, ড. মো. আফজাল হোসেন, মো. মনিরুজ্জামান, মো. ইমরুল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।