ডেঙ্গুতে ১৩৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | ১০ ডিসেম্বর, ২০১৯ ০১:০০
চলতি বছরের শুরু থেকে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়, যা এখনো চলমান। ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ১৩৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে সরকার।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ২৬৪ মৃত্যুর মধ্যে ২১১টি পর্যালোচনা করে ১৩৩ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। তবে গণমাধ্যমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা আরও বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, গত রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৭ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ও ৩০ জনকে দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে ৩০১ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। এর মধ্যে ঢাকায় ১৯২ ও ঢাকার বাইরে ১০৯ জন।
চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয় মোট ১ লাখ ৭৪২ ডেঙ্গু রোগী। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে ১ লাখ ১৭৭ জন বাড়ি ফিরে গেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১০ ডিসেম্বর, ২০১৯ ০১:০০

চলতি বছরের শুরু থেকে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়, যা এখনো চলমান। ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ১৩৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে সরকার।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ২৬৪ মৃত্যুর মধ্যে ২১১টি পর্যালোচনা করে ১৩৩ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। তবে গণমাধ্যমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা আরও বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, গত রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৭ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ও ৩০ জনকে দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে ৩০১ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। এর মধ্যে ঢাকায় ১৯২ ও ঢাকার বাইরে ১০৯ জন।
চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয় মোট ১ লাখ ৭৪২ ডেঙ্গু রোগী। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে ১ লাখ ১৭৭ জন বাড়ি ফিরে গেছে।