রাজাকার তালিকার ভুল খতিয়ে দেখতে কমিটি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ১৮ ডিসেম্বর, ২০১৯ ১৯:৩০
ফাইল ছবি
রাজাকার তালিকার ভুল খতিয়ে দেখা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ ধরনের একটি বড় কাজে সেই ভুল কতখানি সহনীয় তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হবে।
বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দালাল আইনে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের নামের তালিকা আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। তবে এসব মামলায় যারা খালাস পেয়েছেন তাদের নামের তালিকাও নোট হিসেবে সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল।
এ ধরনের বিতর্কিত তালিকা তৈরি ‘স্যাবোটাজ’ কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা খতিয়ে দেখা হবে। আমার মন্ত্রণালয় যে কাজ করেছে, তাতে ভুল হতে পারে। তবে এ ধরনের একটি বড় কাজে সেই ভুল কতখানি সহনীয় তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হবে।’
প্রসঙ্গত, বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হলে প্রকাশের চার দিনের মাথায় বুধবার রাজাকারদের তালিকা স্থগিত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বিজয় দিবসের আগের দিন মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ রাজাকারের প্রথম ধাপের ওই তালিকা প্রকাশ করেছিল।
শেয়ার করুন
akram commented 5 days ago
এই টাকাটা নিরহ বাংগালির টাকা...তাই উরা ধুরা খরচ করেন ..কোন হিসাব চাইবো না
akram commented 5 days ago
এই টাকাটা নিরহ বাংগালির টাকা...তাই উরা ধুরা খরচ করেন ..কোন হিসাব চাইবো না
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৮ ডিসেম্বর, ২০১৯ ১৯:৩০

রাজাকার তালিকার ভুল খতিয়ে দেখা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ ধরনের একটি বড় কাজে সেই ভুল কতখানি সহনীয় তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হবে।
বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দালাল আইনে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের নামের তালিকা আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। তবে এসব মামলায় যারা খালাস পেয়েছেন তাদের নামের তালিকাও নোট হিসেবে সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল।
এ ধরনের বিতর্কিত তালিকা তৈরি ‘স্যাবোটাজ’ কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা খতিয়ে দেখা হবে। আমার মন্ত্রণালয় যে কাজ করেছে, তাতে ভুল হতে পারে। তবে এ ধরনের একটি বড় কাজে সেই ভুল কতখানি সহনীয় তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হবে।’
প্রসঙ্গত, বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হলে প্রকাশের চার দিনের মাথায় বুধবার রাজাকারদের তালিকা স্থগিত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বিজয় দিবসের আগের দিন মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ রাজাকারের প্রথম ধাপের ওই তালিকা প্রকাশ করেছিল।

