শৈত্যপ্রবাহ কেটে গেলেও তীব্র শীত অনুভূত
অনলাইন ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৯ ১২:১০
ছবি: ফোকাস বাংলা
সংখ্যার হিসেবে কেটে গেছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রার পারদও সারাদেশে কিছুটা বেড়েছে। তবে সূর্যের লুকোচুরিতে এখনো অনুভূত হচ্ছে তীব্র শীত।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর দিনের তাপমাত্রা বাড়তে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা কম থাকলে শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। এটি ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মৃদু শৈত্যপ্রবাহ আর ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তীব্র শৈত্যপ্রবাহ চলছে বলে ধরা হয়।
এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পরবর্তী ৭২ ঘণ্টা তথা তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, এ সময় হালকা অথবা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৯ ১২:১০

সংখ্যার হিসেবে কেটে গেছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রার পারদও সারাদেশে কিছুটা বেড়েছে। তবে সূর্যের লুকোচুরিতে এখনো অনুভূত হচ্ছে তীব্র শীত।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর দিনের তাপমাত্রা বাড়তে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা কম থাকলে শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। এটি ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মৃদু শৈত্যপ্রবাহ আর ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তীব্র শৈত্যপ্রবাহ চলছে বলে ধরা হয়।
এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পরবর্তী ৭২ ঘণ্টা তথা তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, এ সময় হালকা অথবা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে।