ভিপি নুরের ওপর হামলার বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৯ ১৬:৫২
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ ও অন্যদের ওপর হামলার বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, ডাকসুতে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বুধবার রাজধানীতে শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রবিবার ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হামলায় ডাকসু ভিপি নুরসহ কমপক্ষে ২৪ শিক্ষার্থী আহত হন।
তাদের মধ্যে নুরসহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়।
নুরের ওপর হামলার ঘটনায় সোমবার রাজধানীর শাহবাগ এলাকা থেকে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যসহ ৩০-৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। সোমবার আল মামুন ও ইয়াসির আরাফাতকে আটক করে গোয়েন্দা পুলিশ।
খবর ইউএনবি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৯ ১৬:৫২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ ও অন্যদের ওপর হামলার বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, ডাকসুতে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বুধবার রাজধানীতে শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রবিবার ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হামলায় ডাকসু ভিপি নুরসহ কমপক্ষে ২৪ শিক্ষার্থী আহত হন।
তাদের মধ্যে নুরসহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়।
নুরের ওপর হামলার ঘটনায় সোমবার রাজধানীর শাহবাগ এলাকা থেকে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যসহ ৩০-৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। সোমবার আল মামুন ও ইয়াসির আরাফাতকে আটক করে গোয়েন্দা পুলিশ।
খবর ইউএনবি।