ভারত থেকে জন্মসূত্রে বাংলাদেশি কেউ এলে তাকে গ্রহণ করা হবে: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, সিলেট | ২৫ ডিসেম্বর, ২০১৯ ১৯:৪২
ভারত থেকে কোনো নাগরিক এলে তিনি জন্মসূত্রে বাংলাদেশি হলে তাকে গ্রহণ করা হবে, নয়তো ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী সিলেট মহানগরীতে চলাচলের জন্য টাউন বাস সার্ভিস ‘নগর এক্সপ্রেস’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
একই দিন সিলেটে নগরীর নয়াসড়ক চার্চে বড়দিনের অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের বলেন, সারা বিশ্বে ধর্মীয় সম্প্রীতির একটি আদর্শ দেশ হলো বাংলাদেশ। বিশ্বের অনেক দেশে সাম্প্রদায়িক উন্মাদনা থাকলেও বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছে। এই শান্তি ও সম্প্রীতি ধরে রাখতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশে সব ধর্মের মানুষ নিশ্চিতে-নির্বিঘ্নে যার যার ধর্ম পালন করতে পারছে। এটা আমাদের অনেক বড় গৌরবের বিষয়।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও বড়দিনের কেক কাটেন।
‘নগর এক্সপ্রেস’ বাস সার্ভিসের উদ্বোধন শেষে নগরভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, টাউন বাস সার্ভিস চালুর মাধ্যমে নগরবাসীর একটি প্রত্যাশা পূরণ হয়েছে। আশা করছি এর মাধ্যমে নগরবাসীর যাতায়াতে অনেক সুবিধা হবে।
পররাষ্ট্রমন্ত্রী সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে রেলসেবার মান উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, অচিরেই সিলেট-চট্টগ্রাম রুটে নতুন এক জোড়া ট্রেন চালু করা হবে। এছাড়া সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রুটে বর্তমানে চলাচলকারী ট্রেনগুলোতে উন্নতমানের নতুন বগি সংযোজন করা হবে।
অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরবাসীর সুবিধার জন্য সিলেটে নগর এক্সপ্রেস বাস সার্ভিস চালু করা হয়েছে। আমরা কোন পরিবহন মালিক-শ্রমিকদের প্রতিপক্ষ নই। সকলে মিলে সিলেট নগরে যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সিটি করপোরেশনের কাউন্সিলর ও নগর এক্সপ্রেস বাস মালিক গ্রুপের আহ্বায়ক মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিটি কাউন্সিলর তৌফিক বক্স লিপন, নিটল মোটরসের কর্মকর্তা জাফর উল্লাহ, নিটল মোটরসের সিলেটের ডিলার এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক, সিলেট | ২৫ ডিসেম্বর, ২০১৯ ১৯:৪২

ভারত থেকে কোনো নাগরিক এলে তিনি জন্মসূত্রে বাংলাদেশি হলে তাকে গ্রহণ করা হবে, নয়তো ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী সিলেট মহানগরীতে চলাচলের জন্য টাউন বাস সার্ভিস ‘নগর এক্সপ্রেস’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
একই দিন সিলেটে নগরীর নয়াসড়ক চার্চে বড়দিনের অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের বলেন, সারা বিশ্বে ধর্মীয় সম্প্রীতির একটি আদর্শ দেশ হলো বাংলাদেশ। বিশ্বের অনেক দেশে সাম্প্রদায়িক উন্মাদনা থাকলেও বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছে। এই শান্তি ও সম্প্রীতি ধরে রাখতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশে সব ধর্মের মানুষ নিশ্চিতে-নির্বিঘ্নে যার যার ধর্ম পালন করতে পারছে। এটা আমাদের অনেক বড় গৌরবের বিষয়।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও বড়দিনের কেক কাটেন।
‘নগর এক্সপ্রেস’ বাস সার্ভিসের উদ্বোধন শেষে নগরভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, টাউন বাস সার্ভিস চালুর মাধ্যমে নগরবাসীর একটি প্রত্যাশা পূরণ হয়েছে। আশা করছি এর মাধ্যমে নগরবাসীর যাতায়াতে অনেক সুবিধা হবে।
পররাষ্ট্রমন্ত্রী সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে রেলসেবার মান উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, অচিরেই সিলেট-চট্টগ্রাম রুটে নতুন এক জোড়া ট্রেন চালু করা হবে। এছাড়া সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রুটে বর্তমানে চলাচলকারী ট্রেনগুলোতে উন্নতমানের নতুন বগি সংযোজন করা হবে।
অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরবাসীর সুবিধার জন্য সিলেটে নগর এক্সপ্রেস বাস সার্ভিস চালু করা হয়েছে। আমরা কোন পরিবহন মালিক-শ্রমিকদের প্রতিপক্ষ নই। সকলে মিলে সিলেট নগরে যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সিটি করপোরেশনের কাউন্সিলর ও নগর এক্সপ্রেস বাস মালিক গ্রুপের আহ্বায়ক মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিটি কাউন্সিলর তৌফিক বক্স লিপন, নিটল মোটরসের কর্মকর্তা জাফর উল্লাহ, নিটল মোটরসের সিলেটের ডিলার এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।