দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৫.৭ ডিগ্রি
নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০১৯ ১০:৪১
দুদিন আগে শৈত্যপ্রবাহের মধ্যেই আবহাওয়া অফিস বৃষ্টির বার্তা দিয়েছিল। বৃহস্পতিবার দেশের সার্বিক তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও পঞ্চগড়ে তাপমাত্রা কমেছে। গত দুদিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ের দখলে রয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল ছিল ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ও শুক্রবার ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এরপর শনিবার থেকে আরেক দফা শৈত্যপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা আছে। তিন থেকে পাঁচ দিন শৈত্যপ্রবাহটি থাকতে পারে।
বুধবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া রাজশাহী ও রংপুর বিভাগে আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দুই বিভাগের বেশির ভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০১৯ ১০:৪১

দুদিন আগে শৈত্যপ্রবাহের মধ্যেই আবহাওয়া অফিস বৃষ্টির বার্তা দিয়েছিল। বৃহস্পতিবার দেশের সার্বিক তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও পঞ্চগড়ে তাপমাত্রা কমেছে। গত দুদিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ের দখলে রয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল ছিল ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ও শুক্রবার ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এরপর শনিবার থেকে আরেক দফা শৈত্যপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা আছে। তিন থেকে পাঁচ দিন শৈত্যপ্রবাহটি থাকতে পারে।
বুধবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া রাজশাহী ও রংপুর বিভাগে আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দুই বিভাগের বেশির ভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে।