বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী কমিটিতে আসিফ কবীর
নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০১৯ ২০:৩৫
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে জাতীয় বাস্তবায়ন কমিটির মিডিয়া কনসালট্যান্ট হিসেবে যোগ দিয়েছেন আসিফ কবীর।
রোববার গণমাধ্যম সংক্রান্ত বিষয়াবলি, বিশেষজ্ঞ পর্যায়ের দেখভালের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কলসালট্যান্ট পদে তাকে নিয়োগের অনুমোদন দেওয়া হয়।
এর আগে ২০০৯ সাল থেকে বর্তমান সরকারের বিগত দুই মেয়াদে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব ছিলেন। তিনি সামাজিক গবেষণা কর্ম, রাজনৈতিক বিশ্লেষণ, সাংবাদিকতা, সম্পাদনা ও লেখালেখির সঙ্গে যুক্ত।
তার বাবা খুলনা প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবীর বালু ২০০৪ সালে নিজ পত্রিকা অফিস (দৈনিক জন্মভূমি) ভবনের সামনে সন্ত্রাসী হামলায় নিহত হন।
১৭ মার্চ থেকে বছরব্যাপী জাতির পিতার শততম জন্মবার্ষিকী পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে এ সংক্রান্ত উদযাপন বাস্তবায়ন কমিটি। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ সময়কালকে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০১৯ ২০:৩৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে জাতীয় বাস্তবায়ন কমিটির মিডিয়া কনসালট্যান্ট হিসেবে যোগ দিয়েছেন আসিফ কবীর।
রোববার গণমাধ্যম সংক্রান্ত বিষয়াবলি, বিশেষজ্ঞ পর্যায়ের দেখভালের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কলসালট্যান্ট পদে তাকে নিয়োগের অনুমোদন দেওয়া হয়।
এর আগে ২০০৯ সাল থেকে বর্তমান সরকারের বিগত দুই মেয়াদে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব ছিলেন। তিনি সামাজিক গবেষণা কর্ম, রাজনৈতিক বিশ্লেষণ, সাংবাদিকতা, সম্পাদনা ও লেখালেখির সঙ্গে যুক্ত।
তার বাবা খুলনা প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবীর বালু ২০০৪ সালে নিজ পত্রিকা অফিস (দৈনিক জন্মভূমি) ভবনের সামনে সন্ত্রাসী হামলায় নিহত হন।
১৭ মার্চ থেকে বছরব্যাপী জাতির পিতার শততম জন্মবার্ষিকী পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে এ সংক্রান্ত উদযাপন বাস্তবায়ন কমিটি। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ সময়কালকে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে।