সারা দেশে অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে: খাদ্যমন্ত্রী
নওগাঁ প্রতিনিধি | ২৭ ডিসেম্বর, ২০১৯ ২০:২৪
অ্যাপসের মাধ্যমে দেশের ১৬ টি উপজেলায় পরীক্ষামূলকভাবে পাইলট প্রকল্পের আওতায় ধান ক্রয় করা হচ্ছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাকি উপজেলা গুলোতে কৃষকদের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে ধান ক্রয় করা হচ্ছে। ভবিষ্যতে সারা দেশ থেকেই অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে।
শুক্রবার সকালে নওগাঁ সদর খাদ্য গুদামে ডিজিটাল খাদ্যশস্য ব্যবস্থাপনার আওতায় ‘কৃষকের অ্যাপসের’ মাধ্যমে আমন ধান সংগ্রহের উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব বলেন।
এ সময় জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রাশিদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারিসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নওগাঁ সদর উপজেলাতে এক হাজার মেট্রিকটন ধান ও সাত হাজার মেট্রিকটন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নওগাঁ প্রতিনিধি | ২৭ ডিসেম্বর, ২০১৯ ২০:২৪
.jpg)
অ্যাপসের মাধ্যমে দেশের ১৬ টি উপজেলায় পরীক্ষামূলকভাবে পাইলট প্রকল্পের আওতায় ধান ক্রয় করা হচ্ছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাকি উপজেলা গুলোতে কৃষকদের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে ধান ক্রয় করা হচ্ছে। ভবিষ্যতে সারা দেশ থেকেই অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে।
শুক্রবার সকালে নওগাঁ সদর খাদ্য গুদামে ডিজিটাল খাদ্যশস্য ব্যবস্থাপনার আওতায় ‘কৃষকের অ্যাপসের’ মাধ্যমে আমন ধান সংগ্রহের উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব বলেন।
এ সময় জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রাশিদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারিসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নওগাঁ সদর উপজেলাতে এক হাজার মেট্রিকটন ধান ও সাত হাজার মেট্রিকটন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ।
শেয়ার করুন