ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪৮ জন
নিজস্ব প্রতিবেদক | ২৮ ডিসেম্বর, ২০১৯ ০১:০৯
চলতি বছরের শুরু থেকে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়, যা এখনো চলমান রয়েছে। ডেঙ্গুতে আক্রান্তের রোগী লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে সরকার।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ২৩৪ টি পর্যালোচনা করে ১৪৮ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। তবে গণমাধ্যমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা আরও বেশি।
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি হয়েছেন ২২জন। একইসময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৮জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, নতুন ভর্তি হওয়া ২২ জনের ভেতরে রাজধানী ঢাকার ১৩জন আর ঢাকা মহানগরীর বাইরে ৯জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, সারা দেশের হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ১০২ জন, এর মধ্যে রাজধানী ঢাকাতে আছেন ৭৭ জন আর ঢাকার বাইরে আছেন ২৫ জন। সারা দেশে এখন পর্যন্ত শতকরা ৯৯ দশমিক ৬ শতাংশ রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ২১২ জন। আর চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ৩১৯ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৯৫১ জন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৮ ডিসেম্বর, ২০১৯ ০১:০৯

চলতি বছরের শুরু থেকে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়, যা এখনো চলমান রয়েছে। ডেঙ্গুতে আক্রান্তের রোগী লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে সরকার।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ২৩৪ টি পর্যালোচনা করে ১৪৮ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। তবে গণমাধ্যমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা আরও বেশি।
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি হয়েছেন ২২জন। একইসময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৮জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, নতুন ভর্তি হওয়া ২২ জনের ভেতরে রাজধানী ঢাকার ১৩জন আর ঢাকা মহানগরীর বাইরে ৯জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, সারা দেশের হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ১০২ জন, এর মধ্যে রাজধানী ঢাকাতে আছেন ৭৭ জন আর ঢাকার বাইরে আছেন ২৫ জন। সারা দেশে এখন পর্যন্ত শতকরা ৯৯ দশমিক ৬ শতাংশ রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ২১২ জন। আর চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ৩১৯ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৯৫১ জন।