মেয়াদ ফুরাল ইসলামিক ফাউন্ডেশনের সামীম আফজালের
নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০১৯ ১৯:৫২
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালকের (ডিজি) পদ থেকে বিদায় নিচ্ছেন সামীম মোহাম্মদ আফজাল। তার পরিবর্তে ফাউন্ডেশনের ডিজি হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল হামিদ জমাদ্দারকে নিয়োগ দেওয়া হয়েছে।
সচিবেরপাশাপাশি অতিরিক্ত হিসেবে ডিজির দায়িত্ব পালন করবেন তিনি। সোমবার এক অফিস আদেশে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ পরিবর্তন আনে।
মন্ত্রণালয়ের সহকারী সচিব তফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ৩০ ডিসেম্বর ২০১৯ (সোমবার) শেষ হয়। তাই ফাউন্ডেশনের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা) জনাব আবদুল হামিদ জমাদ্দারকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আর্থিক ক্ষমতাসহ মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।
সাবেক বিচার বিভাগীয় কর্মকর্তা সামীম মোহাম্মদ আফজাল বিগত ১১ বছর ধরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। চাকরির বয়স শেষে দুদফায় তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পান। তবে তার বিরুদ্ধে নানা অভিযোগ এনে কয়েক মাস আগে ফাউন্ডেশনের কর্মীরা আন্দোলন করেন।
১০ জুন ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় ধর্ম মন্ত্রণালয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০১৯ ১৯:৫২

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালকের (ডিজি) পদ থেকে বিদায় নিচ্ছেন সামীম মোহাম্মদ আফজাল। তার পরিবর্তে ফাউন্ডেশনের ডিজি হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল হামিদ জমাদ্দারকে নিয়োগ দেওয়া হয়েছে। সচিবেরপাশাপাশি অতিরিক্ত হিসেবে ডিজির দায়িত্ব পালন করবেন তিনি। সোমবার এক অফিস আদেশে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ পরিবর্তন আনে।
মন্ত্রণালয়ের সহকারী সচিব তফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ৩০ ডিসেম্বর ২০১৯ (সোমবার) শেষ হয়। তাই ফাউন্ডেশনের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা) জনাব আবদুল হামিদ জমাদ্দারকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আর্থিক ক্ষমতাসহ মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।
সাবেক বিচার বিভাগীয় কর্মকর্তা সামীম মোহাম্মদ আফজাল বিগত ১১ বছর ধরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। চাকরির বয়স শেষে দুদফায় তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পান। তবে তার বিরুদ্ধে নানা অভিযোগ এনে কয়েক মাস আগে ফাউন্ডেশনের কর্মীরা আন্দোলন করেন।
১০ জুন ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় ধর্ম মন্ত্রণালয়।