মাদক বিস্তার রোধে হটলাইন চালু আজ
অনলাইন ডেস্ক | ২ জানুয়ারি, ২০২০ ১০:৪৮
মাদকের বিস্তার রোধে বৃহস্পতিবার থেকে একটি হটলাইন সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যেখানে ফোন করে মাদক সম্পর্কে যে কোনো রকম তথ্য জানাতে পারবে সাধারণ মানুষ।
বিবিসিকে অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ বলেন, মাদক সমস্যা নির্মূলে কর্তৃপক্ষের সঙ্গে জনগণকে সংযুক্ত করাই এই হটলাইন সেবা চালু করার মূল উদ্দেশ।
তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কর্তৃপক্ষ যত কঠোর অবস্থানেই থাকুক না কেন, জনগণ নিজে থেকে মাদক নিরাময়ে পদক্ষেপ না নিলে এই সমস্যা পুরোপুরি কখনোই সমাধান করা সম্ভব নয়।”
নতুন এই হটলাইন সেবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ পর্যন্ত মাদক সংক্রান্ত তথ্য সরবরাহ করা যাবে। এ ছাড়া অধিদপ্তর নিয়মিত যেসব সেবা দিয়ে থাকে, সেগুলোও এই হটলাইনের মাধ্যমে গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ।
এই হটলাইনের বহুমুখী ব্যবহার হবে বলে আশা প্রকাশ করেন জামাল উদ্দীন আহমেদ।
বছরখানেক যাবৎ মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কঠোর অবস্থানে রয়েছে। এই সময়ের মধ্যে একশো'রও বেশি অভিযুক্ত মাদক ব্যবসায়ী ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। অনেককে বিভিন্ন মেয়াদের শাস্তিও দেওয়া হয়েছে।
তবে অভিযোগ রয়েছে- বেশ কিছু ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষোভের বশবর্তী হয়ে বা প্রতিশোধ চরিতার্থ করতে মাদকের মামলা দিয়ে হয়রানি করা হয়েছে নির্দোষ মানুষকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যও এ রকম কিছু ঘটনায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন।
নতুন হটলাইন সেবাকে ব্যবহার করে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে না বলে আশা প্রকাশ করেন জামাল উদ্দীন আহমেদ।
আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের গতিবিধি সম্পর্কে নজরদারি করতে বেশ কিছুদিন ধরে একটি সফটওয়্যার ভিত্তিক ব্যবস্থা ব্যবহার করছেন তারা, যার সাহায্য কর্মীদের ‘যথাযথ শৃঙ্খলা’র মধ্যে আনার ক্ষেত্রে অনেকটা সফলতা পাওয়া সম্ভব হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২ জানুয়ারি, ২০২০ ১০:৪৮

মাদকের বিস্তার রোধে বৃহস্পতিবার থেকে একটি হটলাইন সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যেখানে ফোন করে মাদক সম্পর্কে যে কোনো রকম তথ্য জানাতে পারবে সাধারণ মানুষ।
বিবিসিকে অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ বলেন, মাদক সমস্যা নির্মূলে কর্তৃপক্ষের সঙ্গে জনগণকে সংযুক্ত করাই এই হটলাইন সেবা চালু করার মূল উদ্দেশ।
তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কর্তৃপক্ষ যত কঠোর অবস্থানেই থাকুক না কেন, জনগণ নিজে থেকে মাদক নিরাময়ে পদক্ষেপ না নিলে এই সমস্যা পুরোপুরি কখনোই সমাধান করা সম্ভব নয়।”
নতুন এই হটলাইন সেবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ পর্যন্ত মাদক সংক্রান্ত তথ্য সরবরাহ করা যাবে। এ ছাড়া অধিদপ্তর নিয়মিত যেসব সেবা দিয়ে থাকে, সেগুলোও এই হটলাইনের মাধ্যমে গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ।
এই হটলাইনের বহুমুখী ব্যবহার হবে বলে আশা প্রকাশ করেন জামাল উদ্দীন আহমেদ।
বছরখানেক যাবৎ মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কঠোর অবস্থানে রয়েছে। এই সময়ের মধ্যে একশো'রও বেশি অভিযুক্ত মাদক ব্যবসায়ী ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। অনেককে বিভিন্ন মেয়াদের শাস্তিও দেওয়া হয়েছে।
তবে অভিযোগ রয়েছে- বেশ কিছু ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষোভের বশবর্তী হয়ে বা প্রতিশোধ চরিতার্থ করতে মাদকের মামলা দিয়ে হয়রানি করা হয়েছে নির্দোষ মানুষকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যও এ রকম কিছু ঘটনায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন।
নতুন হটলাইন সেবাকে ব্যবহার করে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে না বলে আশা প্রকাশ করেন জামাল উদ্দীন আহমেদ।
আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের গতিবিধি সম্পর্কে নজরদারি করতে বেশ কিছুদিন ধরে একটি সফটওয়্যার ভিত্তিক ব্যবস্থা ব্যবহার করছেন তারা, যার সাহায্য কর্মীদের ‘যথাযথ শৃঙ্খলা’র মধ্যে আনার ক্ষেত্রে অনেকটা সফলতা পাওয়া সম্ভব হয়েছে।