ঠিকমতো কাজ না করলে ছুটি নিয়ে চলে যান: সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্যমন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি | ২ জানুয়ারি, ২০২০ ১৯:২২
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, যারা ঠিকমতো কাজ করবেন না, সেই সমস্ত কর্মকর্তা ও অফিসাররা ছুটি নিয়ে চলে যান। কাজ করে না এমন অফিসার আমাদের এই অঞ্চলে দরকার নেই।
বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে ছাত্রছাত্রীদের নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাটুরিয়ার কয়েকটি সড়ক সংস্কার কাজ পেয়ে ঠিকাদাররা কাজ করছেন না। এমন ঠিকাদারদের কালো তালিকা করা হবে। ভবিষ্যতে তাদের কোনো কাজ দেওয়া হবে না।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু বই পেলে হবে না। মানুষের মতো মানুষ হতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। ভালো মানুষের সঙ্গে মিশতে হবে।
এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বজলুর রহমান, হরগজ ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জ্যোতি। এরপর মন্ত্রী উপজেলার বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় এবং কর্নেল মালেক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
মানিকগঞ্জ প্রতিনিধি | ২ জানুয়ারি, ২০২০ ১৯:২২

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, যারা ঠিকমতো কাজ করবেন না, সেই সমস্ত কর্মকর্তা ও অফিসাররা ছুটি নিয়ে চলে যান। কাজ করে না এমন অফিসার আমাদের এই অঞ্চলে দরকার নেই।
বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে ছাত্রছাত্রীদের নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাটুরিয়ার কয়েকটি সড়ক সংস্কার কাজ পেয়ে ঠিকাদাররা কাজ করছেন না। এমন ঠিকাদারদের কালো তালিকা করা হবে। ভবিষ্যতে তাদের কোনো কাজ দেওয়া হবে না।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু বই পেলে হবে না। মানুষের মতো মানুষ হতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। ভালো মানুষের সঙ্গে মিশতে হবে।
এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বজলুর রহমান, হরগজ ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জ্যোতি। এরপর মন্ত্রী উপজেলার বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় এবং কর্নেল মালেক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করেন।