বৃষ্টি থামতেই তাপমাত্রা কমতে পারে আরও ১-৩ ডিগ্রি
অনলাইন ডেস্ক | ৪ জানুয়ারি, ২০২০ ১১:৪৫
ফাইল ছবি
পৌষের বৃষ্টিতে ফের নামছে হাড় হিম করা শীত। গত কয়েক দিন ধরে চলা বৃষ্টি কমে আসছে। এর সঙ্গে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। রাতের তাপমাত্রা কমতে পারে আরও ১-৩ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে আর দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশের কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
শনিবার সকালে দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর মাইজদীতে। একই সময়ে রাজধানী ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১৮ মিলিমিটার।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৪ জানুয়ারি, ২০২০ ১১:৪৫

পৌষের বৃষ্টিতে ফের নামছে হাড় হিম করা শীত। গত কয়েক দিন ধরে চলা বৃষ্টি কমে আসছে। এর সঙ্গে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। রাতের তাপমাত্রা কমতে পারে আরও ১-৩ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে আর দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশের কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
শনিবার সকালে দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর মাইজদীতে। একই সময়ে রাজধানী ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১৮ মিলিমিটার।