৪১তম বিসিএসে রেকর্ডসংখ্যক আবেদন
নিজস্ব প্রতিবেদক | ৫ জানুয়ারি, ২০২০ ০০:২১
আসন্ন ৪১তম বিসিএস পরীক্ষায় যে কোনো সময়ের চেয়ে রেকর্ডসংখ্যক আবেদন পড়েছে।
শনিবার সন্ধ্যা ৬টায় আবেদনের সময় শেষ পর্যন্ত ৪ লাখ ৭৫ হাজার প্রার্থীর আবেদনপত্র জমা পড়েছে। এর আগে ৪০তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ১২ হাজার।
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নেছার উদ্দিন জানান, মোট ৪ লাখ ৭৫ হাজার আবেদন জমা পড়েছে, যা রেকর্ড। এখন পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজর ৮১৬ জন প্রার্থী ফি জমা দিয়ে আবেদন নিশ্চিত করেছেন। ফি দেওয়ার অপেক্ষায় আছেন নিবন্ধন করা আরও ১ লাখের বেশি প্রার্থী। আবেদন গ্রহণের সময় শেষ হওয়ার পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।
এ ব্যাপারে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক দেশ রূপান্তরকে বলেন, ‘যেহেতু বিসিএস পরীক্ষা খুবই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, একইসঙ্গে এর যাচাই-বাছাই পদ্ধতি সর্বসাকুল্যে নিয়োগ পদ্ধতি সন্তোষজনক। বিসিএসের প্রতি তরুণদের আগ্রহ ও আস্থা বাড়ছে। এ কারণে এবার যেকোনো সময়ের চেয়ে বেশি আবেদন জমা পড়েছে।’
পিএসসি’র সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০১৮ সালে ৪০তম বিসিএসে সবচেয়ে বেশি প্রার্থী আবেদন করেছিলেন। ওই বছর ৪ লাখ ১২ হাজার প্রার্থী আবেদন করেন। সেটাই ছিল বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদনের রেকর্ড। এবার ওই সংখ্যা ছাড়িয়ে গেল।
এদিকে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা গতকাল ৪ জানুয়ারি শুরু হয়েছে জানিয়ে গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিএসসি। ৪০তম বিসিএসে ২০ হাজার ২৭৭ প্রার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ হাজার ১৫৪ জন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠুভাবেই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে।
গত বছরের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এবার সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৫ জানুয়ারি, ২০২০ ০০:২১

আসন্ন ৪১তম বিসিএস পরীক্ষায় যে কোনো সময়ের চেয়ে রেকর্ডসংখ্যক আবেদন পড়েছে।
শনিবার সন্ধ্যা ৬টায় আবেদনের সময় শেষ পর্যন্ত ৪ লাখ ৭৫ হাজার প্রার্থীর আবেদনপত্র জমা পড়েছে। এর আগে ৪০তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ১২ হাজার।
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নেছার উদ্দিন জানান, মোট ৪ লাখ ৭৫ হাজার আবেদন জমা পড়েছে, যা রেকর্ড। এখন পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজর ৮১৬ জন প্রার্থী ফি জমা দিয়ে আবেদন নিশ্চিত করেছেন। ফি দেওয়ার অপেক্ষায় আছেন নিবন্ধন করা আরও ১ লাখের বেশি প্রার্থী। আবেদন গ্রহণের সময় শেষ হওয়ার পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।
এ ব্যাপারে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক দেশ রূপান্তরকে বলেন, ‘যেহেতু বিসিএস পরীক্ষা খুবই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, একইসঙ্গে এর যাচাই-বাছাই পদ্ধতি সর্বসাকুল্যে নিয়োগ পদ্ধতি সন্তোষজনক। বিসিএসের প্রতি তরুণদের আগ্রহ ও আস্থা বাড়ছে। এ কারণে এবার যেকোনো সময়ের চেয়ে বেশি আবেদন জমা পড়েছে।’
পিএসসি’র সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০১৮ সালে ৪০তম বিসিএসে সবচেয়ে বেশি প্রার্থী আবেদন করেছিলেন। ওই বছর ৪ লাখ ১২ হাজার প্রার্থী আবেদন করেন। সেটাই ছিল বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদনের রেকর্ড। এবার ওই সংখ্যা ছাড়িয়ে গেল।
এদিকে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা গতকাল ৪ জানুয়ারি শুরু হয়েছে জানিয়ে গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিএসসি। ৪০তম বিসিএসে ২০ হাজার ২৭৭ প্রার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ হাজার ১৫৪ জন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠুভাবেই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে।
গত বছরের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এবার সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে।