যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়ায় পুলিশ: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ৫ জানুয়ারি, ২০২০ ১১:১২
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়ায় পুলিশ। এজন্য তাদের সমস্যার সমাধান করা আমাদের কর্তব্য বলে মনে করি।
রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর রাজারবাগে পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ-২০২০ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময় বীরত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশের অবদান আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের ধারাবাহিকতা রেখে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। পুলিশ এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
এ সময় শেখ হাসিনা, দুর্নীতি মুক্তিভাবে সম্প্রতি ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিয়ে পুলিশ ইতিহাস সৃষ্টি করেছে।
এছাড়া আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে পুলিশকে সড়কের শৃঙ্খলা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
পাশাপাশি গুজব রটনা করে যারা দেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য প্রতি বছরের মতো এবারও পুলিশ সপ্তাহ উপলক্ষে চারটি ক্যাটাগরিতে ১১৮ কর্মকর্তাকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৫ জানুয়ারি, ২০২০ ১১:১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়ায় পুলিশ। এজন্য তাদের সমস্যার সমাধান করা আমাদের কর্তব্য বলে মনে করি।
রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর রাজারবাগে পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ-২০২০ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময় বীরত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশের অবদান আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের ধারাবাহিকতা রেখে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। পুলিশ এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
এ সময় শেখ হাসিনা, দুর্নীতি মুক্তিভাবে সম্প্রতি ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিয়ে পুলিশ ইতিহাস সৃষ্টি করেছে।
এছাড়া আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে পুলিশকে সড়কের শৃঙ্খলা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
পাশাপাশি গুজব রটনা করে যারা দেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য প্রতি বছরের মতো এবারও পুলিশ সপ্তাহ উপলক্ষে চারটি ক্যাটাগরিতে ১১৮ কর্মকর্তাকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।