রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সমর্থন চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | ৬ জানুয়ারি, ২০২০ ০১:২৫
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে অস্ট্রেলিয়া সরকারের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
রবিবার অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেটের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তা প্রদান করায় অস্ট্রেলিয়ার সরকারকে ধন্যবাদ জানান।
এম এ মোমেন বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় সরাসরি বিমান ও কার্গো পরিচালনা এবং বাংলাদেশের ডিপ্লোমা ডিগ্রিকে অনুমোদন দেওয়ার জন্য তার সরকারকে বোঝানোর জন্য বিদায়ী হাইকমিশনারকে অনুরোধ করেন। জুলিয়া নিবলেট তার সরকারের কাছে এই অনুরোধ তুলে ধরবেন বলে পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন।
এ সময় অস্ট্রেলিয়ার চলমান দাবানল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের দাবানল জীবন, সম্পত্তি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৬ জানুয়ারি, ২০২০ ০১:২৫

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে অস্ট্রেলিয়া সরকারের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
রবিবার অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেটের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তা প্রদান করায় অস্ট্রেলিয়ার সরকারকে ধন্যবাদ জানান।
এম এ মোমেন বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় সরাসরি বিমান ও কার্গো পরিচালনা এবং বাংলাদেশের ডিপ্লোমা ডিগ্রিকে অনুমোদন দেওয়ার জন্য তার সরকারকে বোঝানোর জন্য বিদায়ী হাইকমিশনারকে অনুরোধ করেন। জুলিয়া নিবলেট তার সরকারের কাছে এই অনুরোধ তুলে ধরবেন বলে পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন।
এ সময় অস্ট্রেলিয়ার চলমান দাবানল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের দাবানল জীবন, সম্পত্তি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।