ঢাবি ছাত্রী ধর্ষণে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ৬ জানুয়ারি, ২০২০ ২২:২২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেছেন, ‘ঘটনাটি শুনেছি, মেয়েটি বেশ রাতে ফিরেছে। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। আমাদের কয়েকটি টিম এ নিয়ে কাজ করছে। কী কারণে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তদন্তে প্রতিবেদন পেলে তা জানা যাবে।’
রবিবার বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এসব বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। সত্যতা যাচাই করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো সংস্থা ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে’।
পুলিশের বিভিন্ন দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাঠ পর্যায়ে পুলিশের সব অভিযোগ প্রধানমন্ত্রী শুনেছেন। তিনি তাদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন’।
এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৬ জানুয়ারি, ২০২০ ২২:২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেছেন, ‘ঘটনাটি শুনেছি, মেয়েটি বেশ রাতে ফিরেছে। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। আমাদের কয়েকটি টিম এ নিয়ে কাজ করছে। কী কারণে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তদন্তে প্রতিবেদন পেলে তা জানা যাবে।’
রবিবার বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এসব বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। সত্যতা যাচাই করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো সংস্থা ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে’।
পুলিশের বিভিন্ন দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাঠ পর্যায়ে পুলিশের সব অভিযোগ প্রধানমন্ত্রী শুনেছেন। তিনি তাদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন’।
এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।