মিয়ানমারের উস্কানি সত্ত্বেও ফাঁদে পা দেয়নি বাংলাদেশ: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ৭ জানুয়ারি, ২০২০ ২০:০৭
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উস্কানি সত্ত্বেও বাংলাদেশ ফাঁদে পা দেয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বর্তমান সরকারের এক বছর পূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশের সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এটা আমাদের দুর্বলতা নয়।’
তিনি বলেন, ‘মিয়ানমারের পক্ষ থেকে উস্কানি সত্ত্বেও আমরা তাদের ফাঁদে পা দিইনি। আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানের পথ থেকে সরে যাইনি। এনিয়ে আন্তর্জাতিক আদালতে একটি মামলা হয়েছে। আশা করছি, একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে পাব।’
এ সময় দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘দুর্নীতিবাজ যেই হোক, যত শক্তিশালীই হোক তাকে কোনো ছাড় দেওয়া হবে না।’
সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, ‘গত ১০ বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ অনেক ব্যবধান রয়েছে। উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’
গত বছরের শেষ দিকে শুধু পেয়াঁজের মূল্যবৃদ্ধি ছাড়া নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম সহনীয় ছিল বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৭ জানুয়ারি, ২০২০ ২০:০৭

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উস্কানি সত্ত্বেও বাংলাদেশ ফাঁদে পা দেয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বর্তমান সরকারের এক বছর পূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশের সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এটা আমাদের দুর্বলতা নয়।’
তিনি বলেন, ‘মিয়ানমারের পক্ষ থেকে উস্কানি সত্ত্বেও আমরা তাদের ফাঁদে পা দিইনি। আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানের পথ থেকে সরে যাইনি। এনিয়ে আন্তর্জাতিক আদালতে একটি মামলা হয়েছে। আশা করছি, একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে পাব।’
এ সময় দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘দুর্নীতিবাজ যেই হোক, যত শক্তিশালীই হোক তাকে কোনো ছাড় দেওয়া হবে না।’
সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, ‘গত ১০ বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ অনেক ব্যবধান রয়েছে। উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’
গত বছরের শেষ দিকে শুধু পেয়াঁজের মূল্যবৃদ্ধি ছাড়া নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম সহনীয় ছিল বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।