কুয়াশাঢাকা ভোরে রাজধানীতে কনকনে শীত, আরও কমবে তাপমাত্রা
অনলাইন ডেস্ক | ১১ জানুয়ারি, ২০২০ ১১:৪১
ফাইল ছবি
রাজধানী ঢাকার শনিবারের সকালটা ছিল ঘন কুয়াশায় আচ্ছন্ন। বেলা বাড়লেও মেলেনি সূর্যের দেখা। সকাল থেকেই ছিল হাড় হিম করা শীত।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে।
এদিন সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।
গত তিন দিন ধরে শুধু পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহ ছিল। তাপমাত্রার পারদ বাড়লেও পরিবর্তনটা তেমন নয়। তাপমাত্রা ৯.৭ ডিগ্রি থেকে বেড়ে ১১.৭ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।
অবশ্য এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ১০.২ ডিগ্রি সেলসিয়াস।
শীতের তীব্রতাটা বেশি রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলে। সেখানকার অধিকাংশ জায়গায় তাপমাত্রা ঘুরছে ১০-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতির সামান্যই পরিবর্তন হতে পারে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১১ জানুয়ারি, ২০২০ ১১:৪১

রাজধানী ঢাকার শনিবারের সকালটা ছিল ঘন কুয়াশায় আচ্ছন্ন। বেলা বাড়লেও মেলেনি সূর্যের দেখা। সকাল থেকেই ছিল হাড় হিম করা শীত।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে।
এদিন সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।
গত তিন দিন ধরে শুধু পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহ ছিল। তাপমাত্রার পারদ বাড়লেও পরিবর্তনটা তেমন নয়। তাপমাত্রা ৯.৭ ডিগ্রি থেকে বেড়ে ১১.৭ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।
অবশ্য এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ১০.২ ডিগ্রি সেলসিয়াস।
শীতের তীব্রতাটা বেশি রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলে। সেখানকার অধিকাংশ জায়গায় তাপমাত্রা ঘুরছে ১০-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতির সামান্যই পরিবর্তন হতে পারে।