রেল কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন রেলমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ১২ জানুয়ারি, ২০২০ ১৯:১৯
রেল কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল।
মন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. শামসুজ্জামান, এডিজি (অপারেশনস) মিয়া জাহান ও মন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান।
রেল মন্ত্রণালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দলটি রবিবার ঢাকা ত্যাগ করবে। আগামী ২১ জানুয়ারি তাদের দেশে ফিরে আসার কথা রয়েছে।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, লোকোমোটিভ নির্মাণকারী প্রতিষ্ঠান ‘প্রোগ্রেস রেল’ আমন্ত্রণে প্রতিনিধি দলটি তাদের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে। তাদের যাতায়াতসহ সব খরচ ওই কোম্পানি বহন করবে।
৪০টি ব্রডগেজ লোকোমোটিভ কিনতে গত বছরের জানুয়ারিতে প্রোগ্রেস রেলের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে। এতে মোট খরচ ধরা হয়েছে ১,১৩৫ কোটি টাকা। ২০২১ সালের মার্চ থেকে ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে লোকোমোটিভগুলোর বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। এর অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১২ জানুয়ারি, ২০২০ ১৯:১৯

রেল কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল।
মন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. শামসুজ্জামান, এডিজি (অপারেশনস) মিয়া জাহান ও মন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান।
রেল মন্ত্রণালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দলটি রবিবার ঢাকা ত্যাগ করবে। আগামী ২১ জানুয়ারি তাদের দেশে ফিরে আসার কথা রয়েছে।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, লোকোমোটিভ নির্মাণকারী প্রতিষ্ঠান ‘প্রোগ্রেস রেল’ আমন্ত্রণে প্রতিনিধি দলটি তাদের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে। তাদের যাতায়াতসহ সব খরচ ওই কোম্পানি বহন করবে।
৪০টি ব্রডগেজ লোকোমোটিভ কিনতে গত বছরের জানুয়ারিতে প্রোগ্রেস রেলের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে। এতে মোট খরচ ধরা হয়েছে ১,১৩৫ কোটি টাকা। ২০২১ সালের মার্চ থেকে ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে লোকোমোটিভগুলোর বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। এর অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক।