পেছাল এসএসসি ও সমমানের পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক | ১৮ জানুয়ারি, ২০২০ ২০:১১
এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হবে বলে মন্ত্রণালয় জানায়।
কী কারণে পরীক্ষা পেছানো হলো তা জানাতে শনিবার রাত ৮টার পর শিক্ষামন্ত্রী দীপু মনি তার রাজধানীর হেয়ার রোডের বাসায় সংবাদ সম্মেলন ডেকেছেন।
চলমান ঢাকা সিটি করপোরেশনের তারিখ পরিবর্তনের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ পেছানো হয়েছে বলে অনুমান।
৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। তবে একই দিনে সরস্বতী পূজা থাকায় তা পেছানোর দাবি জানায় সব মহল।
এ প্রেক্ষিতে শনিবার নির্বাচন কমিশন ভবনে বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা। তবে এখনও ওই বৈঠকের সিদ্ধান্ত জানা যায়নি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৮ জানুয়ারি, ২০২০ ২০:১১

এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হবে বলে মন্ত্রণালয় জানায়।
কী কারণে পরীক্ষা পেছানো হলো তা জানাতে শনিবার রাত ৮টার পর শিক্ষামন্ত্রী দীপু মনি তার রাজধানীর হেয়ার রোডের বাসায় সংবাদ সম্মেলন ডেকেছেন।
চলমান ঢাকা সিটি করপোরেশনের তারিখ পরিবর্তনের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ পেছানো হয়েছে বলে অনুমান।
৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। তবে একই দিনে সরস্বতী পূজা থাকায় তা পেছানোর দাবি জানায় সব মহল।
এ প্রেক্ষিতে শনিবার নির্বাচন কমিশন ভবনে বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা। তবে এখনও ওই বৈঠকের সিদ্ধান্ত জানা যায়নি।
শেয়ার করুন