এসএসসির নতুন সূচি দেওয়া হবে রবিবার
নিজস্ব প্রতিবেদক | ১৮ জানুয়ারি, ২০২০ ২২:২২
এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সূচি রবিবার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর ঘোষণা দেয় মন্ত্রণালয়। শনিবার রাতে পরীক্ষা পেছানোর এ ঘোষণা আসে।
প্রাথমিকভাবে ১ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৩ ফেব্রুয়ারি নির্ধারণ করে মন্ত্রণালয়।
পরে পেছানোর কারণ ব্যাখ্যা করেন শিক্ষামন্ত্রী।
শনিবার রাতে ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটগ্রহণের তারিখ পেছানোর জন্য এসএসসি ও সমমান পরীক্ষা পেছানো হয়েছে বলে জানান দীপু মনি।
রাত ৯টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রী তার বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু দুই দিনের পরীক্ষা নয়, পুরো পরীক্ষাই পিছিয়ে যাবে। রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনির্ধারিত সূচি প্রকাশ করা হবে।'
এর আগে সরস্বতী পূজার দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন না করার দাবির মুখে শনিবার বিকেলে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। কমিশনের বৈঠককালে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা দুই দিন পেছানোর ঘোষণা আসে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৮ জানুয়ারি, ২০২০ ২২:২২

এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সূচি রবিবার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর ঘোষণা দেয় মন্ত্রণালয়। শনিবার রাতে পরীক্ষা পেছানোর এ ঘোষণা আসে।
প্রাথমিকভাবে ১ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৩ ফেব্রুয়ারি নির্ধারণ করে মন্ত্রণালয়।
পরে পেছানোর কারণ ব্যাখ্যা করেন শিক্ষামন্ত্রী।
শনিবার রাতে ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটগ্রহণের তারিখ পেছানোর জন্য এসএসসি ও সমমান পরীক্ষা পেছানো হয়েছে বলে জানান দীপু মনি।
রাত ৯টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রী তার বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু দুই দিনের পরীক্ষা নয়, পুরো পরীক্ষাই পিছিয়ে যাবে। রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনির্ধারিত সূচি প্রকাশ করা হবে।'
এর আগে সরস্বতী পূজার দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন না করার দাবির মুখে শনিবার বিকেলে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। কমিশনের বৈঠককালে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা দুই দিন পেছানোর ঘোষণা আসে।