মৌসুমের বড় শৈত্যপ্রবাহে স্থবির দেশের অর্ধেক অঞ্চল
নিজস্ব প্রতিবেদক | ২৫ জানুয়ারি, ২০২০ ০০:৫৮
মৌসুমের সবচেয়ে বড় শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের প্রায় অর্ধেক অঞ্চলের মানুষ। দেশের দক্ষিণাঞ্চল ছাড়া অন্য অঞ্চলগুলোর প্রায় ৩০টি জেলার ওপর দিয়ে শুক্রবার মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে গেছে।
তাপমাত্রা কম থাকায় শৈত্যপ্রবাহের তীব্রতা বেশি পুরো রংপুর বিভাগে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়িগ্রামে। রাজধানীতেও কিছুটা বেড়েছে শীতের মাত্রা।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। সারা দেশেই আজ রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস দেশ রূপান্তরকে বলেন, চলমান শৈত্যপ্রবাহ আরও দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে। আগামী ২৮ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চলতি মাসের তৃতীয় এবং এ মৌসুমের ষষ্ঠ এই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে গত মঙ্গলবার। ওই দিন প্রায় ২৫টি জেলায় শুরু হওয়া মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ পরদিন বুধবার ব্যাপক বিস্তৃতি লাভ করে। দেশের প্রায় ৩৫টি জেলায় তা ছড়িয়ে পড়ে। যা এবারের শীত মৌসুমের সর্বোচ্চ। পরদিন বৃহস্পতিবার শৈত্যপ্রবাহের ব্যাপ্তি কমে ২২ জেলায় নামলেও শুক্রবার তা আবার বেড়ে গিয়ে বিস্তৃত হয় ৩০ জেলায়। এর আগে গত ডিসেম্বরের শেষে মৌসুমের তৃতীয় শৈত্যপ্রবাহ বিস্তৃতি লাভ করেছিল উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ২৬ জেলায়।
কুড়িগ্রামের রাজারহাটে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের অধিকাংশ জায়গাতেই দিনের তাপমাত্রা কিছুটা কমেছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানীতেও শীতের মাত্রা কিছুটা বেড়েছে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা আগের দিনের ১৩ দশমিক ৬ ডিগ্রি থেকে কমে শুক্রবার রেকর্ড হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। তবে রাজধানীতে এদিন দিনের তাপমাত্রা বেড়েছে এক ডিগ্রিরও বেশি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, রাজধানীতে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৫ জানুয়ারি, ২০২০ ০০:৫৮

মৌসুমের সবচেয়ে বড় শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের প্রায় অর্ধেক অঞ্চলের মানুষ। দেশের দক্ষিণাঞ্চল ছাড়া অন্য অঞ্চলগুলোর প্রায় ৩০টি জেলার ওপর দিয়ে শুক্রবার মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে গেছে।
তাপমাত্রা কম থাকায় শৈত্যপ্রবাহের তীব্রতা বেশি পুরো রংপুর বিভাগে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়িগ্রামে। রাজধানীতেও কিছুটা বেড়েছে শীতের মাত্রা।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। সারা দেশেই আজ রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস দেশ রূপান্তরকে বলেন, চলমান শৈত্যপ্রবাহ আরও দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে। আগামী ২৮ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চলতি মাসের তৃতীয় এবং এ মৌসুমের ষষ্ঠ এই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে গত মঙ্গলবার। ওই দিন প্রায় ২৫টি জেলায় শুরু হওয়া মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ পরদিন বুধবার ব্যাপক বিস্তৃতি লাভ করে। দেশের প্রায় ৩৫টি জেলায় তা ছড়িয়ে পড়ে। যা এবারের শীত মৌসুমের সর্বোচ্চ। পরদিন বৃহস্পতিবার শৈত্যপ্রবাহের ব্যাপ্তি কমে ২২ জেলায় নামলেও শুক্রবার তা আবার বেড়ে গিয়ে বিস্তৃত হয় ৩০ জেলায়। এর আগে গত ডিসেম্বরের শেষে মৌসুমের তৃতীয় শৈত্যপ্রবাহ বিস্তৃতি লাভ করেছিল উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ২৬ জেলায়।
কুড়িগ্রামের রাজারহাটে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের অধিকাংশ জায়গাতেই দিনের তাপমাত্রা কিছুটা কমেছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানীতেও শীতের মাত্রা কিছুটা বেড়েছে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা আগের দিনের ১৩ দশমিক ৬ ডিগ্রি থেকে কমে শুক্রবার রেকর্ড হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। তবে রাজধানীতে এদিন দিনের তাপমাত্রা বেড়েছে এক ডিগ্রিরও বেশি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, রাজধানীতে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।