সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ১ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:৪৫
ফাইল ছবি
সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার সকালে ঢাকা উত্তরের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোটের সার্বিক পরিস্থিতি খুবই ভালো। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি সুন্দর ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কেন্দ্রে ও মাঠে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং নিরাপত্তা বাহিনী যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই বলেও জানান তিনি।
এক ভোটারের ভোট দিতে না পারার বিষয়ে মন্ত্রী বলেন, বিষয়টি প্রিসাইডিং অফিসারের কাছে কমপ্লেইন করলে তিনি সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কেউ অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা হবে।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:৪৫

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার সকালে ঢাকা উত্তরের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোটের সার্বিক পরিস্থিতি খুবই ভালো। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি সুন্দর ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কেন্দ্রে ও মাঠে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং নিরাপত্তা বাহিনী যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই বলেও জানান তিনি।
এক ভোটারের ভোট দিতে না পারার বিষয়ে মন্ত্রী বলেন, বিষয়টি প্রিসাইডিং অফিসারের কাছে কমপ্লেইন করলে তিনি সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কেউ অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা হবে।’