চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা স্থগিত
নিজস্ব প্রতিবেদক | ২ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:১০
ছবি: ফোকাস বাংলা
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানান, করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা আপাতত স্থগিত করেছে বাংলাদেশ।
মঙ্গলবার চার দিনের সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
ড. মোমেন বলেন, বাংলাদেশে যেসব চীনা নাগরিক থাকেন তাদের সাময়িক সময়ের জন্য চীনে ফেরত যেতে বিরত থাকতে বলা হবে।
এই সময়ের মধ্যে কোন চীনা নাগরিক যদি বাংলাদেশে আসতে চান, তাহলে তিনি ভিসার জন্য আবেদন জানাতে পারবেন। বাংলাদেশের ভিসার জন্য আবেদন করলে তাকে মেডিকেল রিপোর্টের মাধ্যমে সুস্থতার প্রমাণ দেখাতে হবে, বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “চীনা রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। আমরা বলেছি বর্তমানের বিশেষ পরিস্থিতিতে যে আমরা একটা নিয়ম করছি যে মাসখানেক যেন, তাদের যেসব নাগরিক এখানে থাকেন, তারা যেন চীনে যাওয়া থেকে বিরত থাকেন।”
সঙ্গে যোগ করেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি চীনা নাগরিকদের দেওয়া অন-অ্যারাইভাল ভিসা সুবিধা আমরা আপাতত বন্ধ রাখবো। তবে তারা ভিসার জন্য আবেদন করতে পারবেন, ভিসা পেতে হলে তাদেরকে মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে যে, তার এমন কোন অসুখ বিসুখ নেই।”
ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশ চীনা ভ্রমণকারীদের ভিসা স্থগিত করেছে। এর সঙ্গে যুক্ত হলো বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসা সুবিধা।
চীন সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৪ হাজার ৩৮০ জন এবং ৩০৪ জন মৃত্যুবরণ করেছেন।
এ দিকে শনিবার চীনের হুবেই প্রদেশের উহান শহর ৩১৬ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে এবং তাদের রাজধানী আশকোনার হজ ক্যাম্পে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:১০

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানান, করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা আপাতত স্থগিত করেছে বাংলাদেশ।
মঙ্গলবার চার দিনের সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
ড. মোমেন বলেন, বাংলাদেশে যেসব চীনা নাগরিক থাকেন তাদের সাময়িক সময়ের জন্য চীনে ফেরত যেতে বিরত থাকতে বলা হবে।
এই সময়ের মধ্যে কোন চীনা নাগরিক যদি বাংলাদেশে আসতে চান, তাহলে তিনি ভিসার জন্য আবেদন জানাতে পারবেন। বাংলাদেশের ভিসার জন্য আবেদন করলে তাকে মেডিকেল রিপোর্টের মাধ্যমে সুস্থতার প্রমাণ দেখাতে হবে, বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “চীনা রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। আমরা বলেছি বর্তমানের বিশেষ পরিস্থিতিতে যে আমরা একটা নিয়ম করছি যে মাসখানেক যেন, তাদের যেসব নাগরিক এখানে থাকেন, তারা যেন চীনে যাওয়া থেকে বিরত থাকেন।”
সঙ্গে যোগ করেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি চীনা নাগরিকদের দেওয়া অন-অ্যারাইভাল ভিসা সুবিধা আমরা আপাতত বন্ধ রাখবো। তবে তারা ভিসার জন্য আবেদন করতে পারবেন, ভিসা পেতে হলে তাদেরকে মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে যে, তার এমন কোন অসুখ বিসুখ নেই।”
ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশ চীনা ভ্রমণকারীদের ভিসা স্থগিত করেছে। এর সঙ্গে যুক্ত হলো বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসা সুবিধা।
চীন সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৪ হাজার ৩৮০ জন এবং ৩০৪ জন মৃত্যুবরণ করেছেন।
এ দিকে শনিবার চীনের হুবেই প্রদেশের উহান শহর ৩১৬ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে এবং তাদের রাজধানী আশকোনার হজ ক্যাম্পে পর্যবেক্ষণে রাখা হয়েছে।