এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু সোমবার
নিজস্ব প্রতিবেদক | ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০১:০১
ফাইল ফটো
আজ সোমবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতায় এবার অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ পরীক্ষার্থী। এ ছাড়া বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষা দেবে ৩৪২ জন।
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বিকেলে পরীক্ষা হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
গত ১ ফেব্রম্নয়ারি থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের কারণে তা পিছিয়ে ৩ ফেব্রম্নয়ারি করা হয়। সোমবার সকাল সাড়ে ৯টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির তেজগাঁও গভর্নমেন্ট গার্লস স্কুল কেন্দ্র পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্র বৃদ্ধি পেয়েছে। তবে ৮৭ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থী কমেছে। এবার ৩ হাজার ৫১২ কেন্দ্রে ২৮ হাজার ৮৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে।
এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন। যার মধ্যে ছাত্রী ৮ লাখ ৪৩ হাজার ৩২২ জন।
আর দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন। এর মধ্যে ছাত্রী ১ লাখ ৪৭ হাজার ১১৬ জন। কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৩১ হাজার ২৮৫ জন অংশ নিচ্ছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, ‘প্রশ্নফাঁস রোধে এবার সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে হবে।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০১:০১

আজ সোমবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতায় এবার অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ পরীক্ষার্থী। এ ছাড়া বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষা দেবে ৩৪২ জন।
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বিকেলে পরীক্ষা হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
গত ১ ফেব্রম্নয়ারি থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের কারণে তা পিছিয়ে ৩ ফেব্রম্নয়ারি করা হয়। সোমবার সকাল সাড়ে ৯টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির তেজগাঁও গভর্নমেন্ট গার্লস স্কুল কেন্দ্র পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্র বৃদ্ধি পেয়েছে। তবে ৮৭ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থী কমেছে। এবার ৩ হাজার ৫১২ কেন্দ্রে ২৮ হাজার ৮৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে।
এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন। যার মধ্যে ছাত্রী ৮ লাখ ৪৩ হাজার ৩২২ জন।
আর দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন। এর মধ্যে ছাত্রী ১ লাখ ৪৭ হাজার ১১৬ জন। কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৩১ হাজার ২৮৫ জন অংশ নিচ্ছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, ‘প্রশ্নফাঁস রোধে এবার সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে হবে।’