৭০ লাখ মাস্ক দেবে জাপান: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ৬ ফেব্রুয়ারি, ২০২০ ২১:০২
জাপান বাংলাদেশকে ৭০ লাখ মাস্ক বিনা মূল্যে দেবে বলে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মাস্কগুলো দেশে এলে বাজারে মাস্কের সংকট কমে যাবে। দেশের সব মানুষকেই মাস্ক পরে বাইরে ঘোরার প্রয়োজন নেই। যাদের সর্দি, কাশি, জ্বর আছে, শুধু তারাই মাস্ক ব্যবহার করবেন, যাতে তাদের কাছ থেকে কোনো ছোঁয়াচে রোগ অন্যদের সংক্রমিত করতে না পারে।
বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনাভাইরাস নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, দেশে বর্তমানে একজনও করোনাভাইরাস রোগী নেই। করোনাভাইরাস প্রতিরোধে দেশের স্বাস্থ্য খাত পূর্ণ সজাগ রয়েছে। ইতিমধ্যে দেশের সব নৌ, স্থলবন্দর, বিমানবন্দরে প্রয়োজনীয় স্ক্যানার বসানো হয়েছে। এ ছাড়া আরও সতর্কতার জন্য চীনের উহান থেকে বাংলাদেশে আসা চীনা নাগরিকদের ‘অন অ্যারাইভাল ভিসা’ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। চীনের উহান থেকে ফেরত ৩১২ জন বাংলাদেশিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের জন্য ‘কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। তাদের সরকারিভাবে খাবার দেওয়া হচ্ছে।
সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৬ ফেব্রুয়ারি, ২০২০ ২১:০২

জাপান বাংলাদেশকে ৭০ লাখ মাস্ক বিনা মূল্যে দেবে বলে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মাস্কগুলো দেশে এলে বাজারে মাস্কের সংকট কমে যাবে। দেশের সব মানুষকেই মাস্ক পরে বাইরে ঘোরার প্রয়োজন নেই। যাদের সর্দি, কাশি, জ্বর আছে, শুধু তারাই মাস্ক ব্যবহার করবেন, যাতে তাদের কাছ থেকে কোনো ছোঁয়াচে রোগ অন্যদের সংক্রমিত করতে না পারে।
বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনাভাইরাস নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, দেশে বর্তমানে একজনও করোনাভাইরাস রোগী নেই। করোনাভাইরাস প্রতিরোধে দেশের স্বাস্থ্য খাত পূর্ণ সজাগ রয়েছে। ইতিমধ্যে দেশের সব নৌ, স্থলবন্দর, বিমানবন্দরে প্রয়োজনীয় স্ক্যানার বসানো হয়েছে। এ ছাড়া আরও সতর্কতার জন্য চীনের উহান থেকে বাংলাদেশে আসা চীনা নাগরিকদের ‘অন অ্যারাইভাল ভিসা’ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। চীনের উহান থেকে ফেরত ৩১২ জন বাংলাদেশিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের জন্য ‘কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। তাদের সরকারিভাবে খাবার দেওয়া হচ্ছে।
সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম প্রমুখ।