যুক্তরাজ্যপ্রবাসীদের ভোটার তালিকা হালনাগাদ শুরু বুধবার
নিজস্ব প্রতিবেদক | ৯ ফেব্রুয়ারি, ২০২০ ২১:৪৮
যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে বুধবার। ওই দিন লন্ডনে বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় বেলা ১১টায় এ কার্যক্রম শুরু হবে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। রবিবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. ইসরাইল হোসেন এ তথ্য জানান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, সিইসি ১০ ও ১১ ফেব্রুয়ারি লন্ডনে ‘ভেলিডেশন মিটিং অন নিউ বেস্ট প্র্যাকটিস গাইড অব কমনওয়েলথ লেজিসলেটিভ অ্যাপ্রোচেস টু পলিটিক্যাল ফাইন্যান্স রেগুলেশন’ সভায় যোগ দেবেন। এ সভায় সিইসি সোর্স অব ফান্ডিংয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১২ ফেব্রুয়ারি স্থানীয় সময় বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ উদ্বোধন করবেন সিইসি। এছাড়া এদিন স্থানীয় সময় বেলা ২টায় সিইসি যুক্তরাজ্যের ইলেকট্রোরাল কমিশনের প্রধানের সঙ্গে মতবিনিময় করবেন।
এরপর সিইসি ১৩ ফেব্রুয়ারি সিইসি ম্যানচেস্টার যাবেন। ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাসে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ, প্রবাসীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণের গুরুত্ব, প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশে প্রবাসীদের আত্মীয়দের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করবেন। ১৪ ফেব্রুয়ারি সিইসি দেশে ফিরবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৯ ফেব্রুয়ারি, ২০২০ ২১:৪৮

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে বুধবার। ওই দিন লন্ডনে বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় বেলা ১১টায় এ কার্যক্রম শুরু হবে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। রবিবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. ইসরাইল হোসেন এ তথ্য জানান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, সিইসি ১০ ও ১১ ফেব্রুয়ারি লন্ডনে ‘ভেলিডেশন মিটিং অন নিউ বেস্ট প্র্যাকটিস গাইড অব কমনওয়েলথ লেজিসলেটিভ অ্যাপ্রোচেস টু পলিটিক্যাল ফাইন্যান্স রেগুলেশন’ সভায় যোগ দেবেন। এ সভায় সিইসি সোর্স অব ফান্ডিংয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১২ ফেব্রুয়ারি স্থানীয় সময় বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ উদ্বোধন করবেন সিইসি। এছাড়া এদিন স্থানীয় সময় বেলা ২টায় সিইসি যুক্তরাজ্যের ইলেকট্রোরাল কমিশনের প্রধানের সঙ্গে মতবিনিময় করবেন।
এরপর সিইসি ১৩ ফেব্রুয়ারি সিইসি ম্যানচেস্টার যাবেন। ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাসে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ, প্রবাসীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণের গুরুত্ব, প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশে প্রবাসীদের আত্মীয়দের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করবেন। ১৪ ফেব্রুয়ারি সিইসি দেশে ফিরবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।