বিদেশিদের কাছে ধরনা দেওয়া দেশ ও ভোটারদের অপমানের শামিল: তথ্যমন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো | ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:৩৮
কথায় কথায় বিদেশিদের কাছে ধরনা দেওয়া দেশ ও ভোটারদের অপমানের শামিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, ‘দেখতে পেলাম বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকটি বিদেশি রাষ্ট্রদূত-কূটনীতিকের সঙ্গে বসে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তাদের কাছে নালিশ উপস্থাপন করা হয়েছে। ভোট দিল বাংলাদেশের মানুষ। ভোট হলো ঢাকা শহরে। যদি কোনো নালিশ থাকে তাহলে ঢাকা শহরের ভোটারদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে নালিশ দিতে হবে।’
সোমবার বিকেলে নগরের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম চত্বরে ‘বঙ্গবন্ধুকে নিবেদিত ২০ দিনব্যাপী অমর একুশে বইমেলা চট্টগ্রাম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করা হয়।
গত বছরের চেয়ে কলেবর বাড়িয়ে রাজধানীর আদলে চট্টগ্রামে বইমেলা আয়োজনে সহযোগিতা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। চসিক কতৃ©পক্ষকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ৭০ লাখেরও বেশি মানুষের বসবাস। এখানে এরকম বড় পরিসরে বইমেলার বড্ড অভাব ছিলো। চসিক সম্মিলিত বইমেলার আয়োজন করেছে। যা প্রশংসিত।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত সম্মিলিত এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইমেলার প্রধান পৃষ্ঠপোষক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
তিনি বলেন, গতবারের বইমেলা সকলের কাছে সমাদৃত হয়েছিল। গতবারের ভুলত্রুটি শুধরিয়ে এবারের বইমেলার কলেবর আরও বাড়ানো হয়েছে। স্টলও বাড়ানো হয়েছে। মেলা চলবে আগামী ২৯ ফেব্রম্নয়ারি পর্যন্ত।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চট্টগ্রাম ব্যুরো | ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:৩৮
.jpg)
কথায় কথায় বিদেশিদের কাছে ধরনা দেওয়া দেশ ও ভোটারদের অপমানের শামিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, ‘দেখতে পেলাম বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকটি বিদেশি রাষ্ট্রদূত-কূটনীতিকের সঙ্গে বসে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তাদের কাছে নালিশ উপস্থাপন করা হয়েছে। ভোট দিল বাংলাদেশের মানুষ। ভোট হলো ঢাকা শহরে। যদি কোনো নালিশ থাকে তাহলে ঢাকা শহরের ভোটারদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে নালিশ দিতে হবে।’
সোমবার বিকেলে নগরের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম চত্বরে ‘বঙ্গবন্ধুকে নিবেদিত ২০ দিনব্যাপী অমর একুশে বইমেলা চট্টগ্রাম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করা হয়।
গত বছরের চেয়ে কলেবর বাড়িয়ে রাজধানীর আদলে চট্টগ্রামে বইমেলা আয়োজনে সহযোগিতা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। চসিক কতৃ©পক্ষকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ৭০ লাখেরও বেশি মানুষের বসবাস। এখানে এরকম বড় পরিসরে বইমেলার বড্ড অভাব ছিলো। চসিক সম্মিলিত বইমেলার আয়োজন করেছে। যা প্রশংসিত।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত সম্মিলিত এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইমেলার প্রধান পৃষ্ঠপোষক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
তিনি বলেন, গতবারের বইমেলা সকলের কাছে সমাদৃত হয়েছিল। গতবারের ভুলত্রুটি শুধরিয়ে এবারের বইমেলার কলেবর আরও বাড়ানো হয়েছে। স্টলও বাড়ানো হয়েছে। মেলা চলবে আগামী ২৯ ফেব্রম্নয়ারি পর্যন্ত।