ধান-চাল ক্রয় ও মজুদের কোনো সুযোগ নেই: খাদ্যমন্ত্রী
পটুয়াখালী প্রতিনিধি | ১১ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:৪০
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাস্তবতার নিরিখে চাহিদা ও সক্ষমতা অনুযায়ী প্রয়োজনের অতিরিক্ত ধান-চাল ক্রয় ও মজুদের কোনো সুযোগ নেই। মিলমালিকরা সিন্ডিকেট করে যাতে বাজারমূল্য প্রভাবিত করতে না পারে সরকার এ কারণেই ধান ক্রয়ের জন্য মাঠে থাকছে। কৃষক ও ভোক্তাদের অবস্থানের সমন্বয়ে যাতে বাজার ঠিক থাকে সেজন্য ভর্তুকি দিচ্ছে সরকার।
মন্ত্রী মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক দরবার হলে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, কৃষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খাদ্য সচিব ড. নাজমানারা খানুম, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
পটুয়াখালী প্রতিনিধি | ১১ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:৪০
.jpg)
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাস্তবতার নিরিখে চাহিদা ও সক্ষমতা অনুযায়ী প্রয়োজনের অতিরিক্ত ধান-চাল ক্রয় ও মজুদের কোনো সুযোগ নেই। মিলমালিকরা সিন্ডিকেট করে যাতে বাজারমূল্য প্রভাবিত করতে না পারে সরকার এ কারণেই ধান ক্রয়ের জন্য মাঠে থাকছে। কৃষক ও ভোক্তাদের অবস্থানের সমন্বয়ে যাতে বাজার ঠিক থাকে সেজন্য ভর্তুকি দিচ্ছে সরকার।
মন্ত্রী মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক দরবার হলে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, কৃষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খাদ্য সচিব ড. নাজমানারা খানুম, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর প্রমুখ।
শেয়ার করুন