সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত ২ বাংলাদেশি, একজন আইসিইউতে
নিজস্ব প্রতিবেদক | ১২ ফেব্রুয়ারি, ২০২০ ১০:১০
ফাইল ছবি
সিঙ্গাপুরে ৩৯ বছর বয়সী আরেক বাংলাদেশি কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হ্ওয়ার খবর পা্ওয়া গেছে। মঙ্গলবার ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিক একই জায়গায় কাজ করতে যেতেন।
এখন পর্যন্ত সিঙ্গাপুরে ৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হ্ওয়ার তথ্য পাওয়া গেছে।
এদিকে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম বাংলাদেশির শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে সেখানকার একাধিক কূটনীতিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে। তাকে ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ বা এনসিআইডির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত দুই বাংলাদেশিরই চীন ভ্রমণের অভিজ্ঞতা নেই। ৬ ফেব্রুয়ারি করোনাভাইরাসের উপসর্গ পাওয়ার পর তিনি ৭ ফেব্রুয়ারি একটি সাধারণ ক্লিনিকে চিকিৎসা নিতে যান। ১০ ফেব্রুয়ারি তিনি এনসিআইডিতে স্বাস্থ্য পরীক্ষা করাতে যান। সেখানে তার করোনাভাইরাসে সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরের বিশেষায়িত হাসপাতালে কোয়ারেন্টাইনে আছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১২ ফেব্রুয়ারি, ২০২০ ১০:১০

সিঙ্গাপুরে ৩৯ বছর বয়সী আরেক বাংলাদেশি কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হ্ওয়ার খবর পা্ওয়া গেছে। মঙ্গলবার ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিক একই জায়গায় কাজ করতে যেতেন।
এখন পর্যন্ত সিঙ্গাপুরে ৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হ্ওয়ার তথ্য পাওয়া গেছে।
এদিকে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম বাংলাদেশির শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে সেখানকার একাধিক কূটনীতিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে। তাকে ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ বা এনসিআইডির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত দুই বাংলাদেশিরই চীন ভ্রমণের অভিজ্ঞতা নেই। ৬ ফেব্রুয়ারি করোনাভাইরাসের উপসর্গ পাওয়ার পর তিনি ৭ ফেব্রুয়ারি একটি সাধারণ ক্লিনিকে চিকিৎসা নিতে যান। ১০ ফেব্রুয়ারি তিনি এনসিআইডিতে স্বাস্থ্য পরীক্ষা করাতে যান। সেখানে তার করোনাভাইরাসে সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরের বিশেষায়িত হাসপাতালে কোয়ারেন্টাইনে আছেন।