৩৯তম বিসিএসে নন-ক্যাডারে ৭৩১ জনকে নিয়োগের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক | ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ০১:২৫
৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে ৫৬৪ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এছাড়া ৩৭তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে ১৬৭ জনকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
বুধবার কমিশনের বিশেষ সভায় এই নিয়োগের সুপারিশ করা হয় বলে পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে ৩৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৫৪২ জনকে সহকারী সার্জন ও ২৫০ জনকে সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। অন্যদিকে ৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৪ হাজার ৭৬৮ জনের মধ্য থেকে ১ হাজার ৩১৪ জনকে বিভিন্ন ক্যাডারে, ৬৯২ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডারে এবং ১ হাজার ৫২ জনকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে পিএসসি।
চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পান না, তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ৩১তম বিসিএস থেকে। বিসিএসের চ‚ড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পায়নি তাদের মধ্য থেকে যারা প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ পেতে চান তাদের আলাদাভাবে কমিশনে আবেদন করতে হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ০১:২৫

৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে ৫৬৪ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এছাড়া ৩৭তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে ১৬৭ জনকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
বুধবার কমিশনের বিশেষ সভায় এই নিয়োগের সুপারিশ করা হয় বলে পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে ৩৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৫৪২ জনকে সহকারী সার্জন ও ২৫০ জনকে সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। অন্যদিকে ৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৪ হাজার ৭৬৮ জনের মধ্য থেকে ১ হাজার ৩১৪ জনকে বিভিন্ন ক্যাডারে, ৬৯২ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডারে এবং ১ হাজার ৫২ জনকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে পিএসসি।
চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পান না, তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ৩১তম বিসিএস থেকে। বিসিএসের চ‚ড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পায়নি তাদের মধ্য থেকে যারা প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ পেতে চান তাদের আলাদাভাবে কমিশনে আবেদন করতে হয়।