পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে পালিত হলো বসন্ত উৎসব
নিজস্ব প্রতিবেদক | ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০১:৫৮
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে বসন্ত উৎসব (পহেলা ফাল্গুন) ও বিশ্ব ভালোবাসা দিবস উদ্যাপিত হয়েছে।
দিনটি উদযাপনে শুক্রবার ঢাকা মহানগরীর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে। ছুটির দিন হওয়ায় দিবসটি পালনে সকলের মধ্যে আলাদা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
একদিকে পহেলা ফাল্গুন, অন্যদিকে বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) হওয়ায় তরুণ-তরুণীদের কাছে বসন্ত উৎসবের আমেজ নবতর রূপ লাভ করে।
রাজধানীতে জনসাধারণ বসন্তের পোশাকে সজ্জিত হয়ে সকাল থেকে রাস্তায় রাস্তায় একে অপরের সঙ্গে আনন্দ বিনিময় করেছে।
পহেলা ফাল্গুন উপলক্ষে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমি বসন্ত উৎসব-২০২০ এর আয়োজন করে।
একাডেমির নন্দনমঞ্চে আয়োজিত উৎসবের শুরুতেই পরিবেশিত হয় জাতীয় সংগীত। এরপর সমবেত সংগীত ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’ এবং ‘বসন্ত বাতাসে সইগো’- পরিবেশন করে শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল শিল্পীবৃন্দ। এছাড়াও সমবেত সংগীত পরিবেশন করে একাডেমির বাউল দল ও ভাওয়াইয়া দল।
এছাড়াও কবিরুল ইসলাম রতনের পরিচালনায় সমবেত নৃত্য পরিবেশন করে ‘নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র’ এবং দীপা খন্দকারের পরিচালনায় ‘দিব্য সাংস্কৃতিক সংগঠন’।
একক সংগীত পরিবেশন করেন শিল্পী নির্ঝর চৌধুরী ও স্মরণ। একক আবৃত্তি পরিবেশন করেন শিল্পী রূপা চক্রবর্তী ও শিমুল মোস্তফা। সবশেষে ছিল জনপ্রিয় ব্যান্ড দল ‘কৃষ্ণকলি’র পরিবেশনা।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নেচে-গেয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয় । খোঁপায় ফুল, গলায় মালা আর রঙিন শাড়ি পরে ছাত্রীরা ক্যাম্পাসে আনন্দ-উৎসবে মেতে ওঠে। সেই সঙ্গে চলে ঢোল-তবলায় বাঙালিয়ানা সংস্কৃতির নানা পরিবেশনা।
লাল-হলুদ পাঞ্জাবির সাজে পুরো ক্যাম্পাস বসন্ত উৎসবের ভিন্ন রং খুঁজে পায়। গ্রাম বাঙলার ঐতিহ্যে নাচে গানে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।
এছাড়াও দিনটি উদযাপনে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০১:৫৮

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে বসন্ত উৎসব (পহেলা ফাল্গুন) ও বিশ্ব ভালোবাসা দিবস উদ্যাপিত হয়েছে।
দিনটি উদযাপনে শুক্রবার ঢাকা মহানগরীর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে। ছুটির দিন হওয়ায় দিবসটি পালনে সকলের মধ্যে আলাদা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
একদিকে পহেলা ফাল্গুন, অন্যদিকে বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) হওয়ায় তরুণ-তরুণীদের কাছে বসন্ত উৎসবের আমেজ নবতর রূপ লাভ করে।
রাজধানীতে জনসাধারণ বসন্তের পোশাকে সজ্জিত হয়ে সকাল থেকে রাস্তায় রাস্তায় একে অপরের সঙ্গে আনন্দ বিনিময় করেছে।
পহেলা ফাল্গুন উপলক্ষে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমি বসন্ত উৎসব-২০২০ এর আয়োজন করে।
একাডেমির নন্দনমঞ্চে আয়োজিত উৎসবের শুরুতেই পরিবেশিত হয় জাতীয় সংগীত। এরপর সমবেত সংগীত ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’ এবং ‘বসন্ত বাতাসে সইগো’- পরিবেশন করে শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল শিল্পীবৃন্দ। এছাড়াও সমবেত সংগীত পরিবেশন করে একাডেমির বাউল দল ও ভাওয়াইয়া দল।
এছাড়াও কবিরুল ইসলাম রতনের পরিচালনায় সমবেত নৃত্য পরিবেশন করে ‘নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র’ এবং দীপা খন্দকারের পরিচালনায় ‘দিব্য সাংস্কৃতিক সংগঠন’।
একক সংগীত পরিবেশন করেন শিল্পী নির্ঝর চৌধুরী ও স্মরণ। একক আবৃত্তি পরিবেশন করেন শিল্পী রূপা চক্রবর্তী ও শিমুল মোস্তফা। সবশেষে ছিল জনপ্রিয় ব্যান্ড দল ‘কৃষ্ণকলি’র পরিবেশনা।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নেচে-গেয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয় । খোঁপায় ফুল, গলায় মালা আর রঙিন শাড়ি পরে ছাত্রীরা ক্যাম্পাসে আনন্দ-উৎসবে মেতে ওঠে। সেই সঙ্গে চলে ঢোল-তবলায় বাঙালিয়ানা সংস্কৃতির নানা পরিবেশনা।
লাল-হলুদ পাঞ্জাবির সাজে পুরো ক্যাম্পাস বসন্ত উৎসবের ভিন্ন রং খুঁজে পায়। গ্রাম বাঙলার ঐতিহ্যে নাচে গানে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।
এছাড়াও দিনটি উদযাপনে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।