ওয়াজেদ মিয়ার জন্মদিন পালিত
রংপুর প্রতিনিধি | ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ২২:৪৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে পীরগঞ্জে সরকারী ও বেসরকারীভাবে বিভিন্ন কর্মসুচী পালিত হয়।
জম্মবার্ষিকী উপলক্ষে রোববার সকালে তার কবরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, জেলা প্রশাসক আসিব আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও টিএমএ মমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ড. এমএ ওয়াজেদ মিয়ার জীবন ও কর্ম নিয়ে স্মরণিকা’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন রংপুরর ডিসি আসিব আহসান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
রংপুর প্রতিনিধি | ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ২২:৪৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে পীরগঞ্জে সরকারী ও বেসরকারীভাবে বিভিন্ন কর্মসুচী পালিত হয়।
জম্মবার্ষিকী উপলক্ষে রোববার সকালে তার কবরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, জেলা প্রশাসক আসিব আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও টিএমএ মমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ড. এমএ ওয়াজেদ মিয়ার জীবন ও কর্ম নিয়ে স্মরণিকা’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন রংপুরর ডিসি আসিব আহসান।