গুজব-অপপ্রচার রুখতে কাজ করছে ২ কমিটি: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:৫২
ফাইল ফটো
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে অপপ্রচার রুখতে ও গুজব প্রতিরোধে তথ্য মন্ত্রণালয়ের অধীনে দুটি কমিটি কাজ করছে বলে জানিয়েছেন মন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য শামীমা আক্তার খানমের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়ে তিনি বলেন, গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সম্পর্কে ১৯ সদস্যবিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি এবং ১১ সদস্যবিশিষ্ট গুজব প্রতিরোধ অবহিতকরণ সেল রয়েছে।
তথ্যমন্ত্রী আরও জানান, গুজব প্রতিরোধের চলমান কার্যক্রমের আওতায় ২০১৮ সালের ২১ নভেম্বর থেকে এ যাবৎ গুজব বিষয়ে ১৮টি তথ্য বিবরণী দেওয়া হয়েছে।
সরকারি দলের সদস্য আবদুল লতিফের আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, চলচ্চিত্রে অশ্লীলতা দূর করতে একটি টাস্কফোর্স নজরদারি করছে। সরকারি দলের আরেক সদস্য নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে হাছান মাহমুদ জানান, তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪, জাতীয় অনলাইন নীতিমালা ২০১৭ এবং বেসরকারি ব্যবস্থাপনায় বেতার কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সদস্য বেগম আবিদা আনজুম মিতার অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, দেশের ১৮৮টি পত্রিকায় অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়িত হয়েছে। ইতিমধ্যে অষ্টম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ করা হয়েছে। সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। সরকার এই তহবিল থেকে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিকদের বিশেষ আর্থিক ও চিকিৎসা সুবিধা প্রদান করছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:৫২

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে অপপ্রচার রুখতে ও গুজব প্রতিরোধে তথ্য মন্ত্রণালয়ের অধীনে দুটি কমিটি কাজ করছে বলে জানিয়েছেন মন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য শামীমা আক্তার খানমের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়ে তিনি বলেন, গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সম্পর্কে ১৯ সদস্যবিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি এবং ১১ সদস্যবিশিষ্ট গুজব প্রতিরোধ অবহিতকরণ সেল রয়েছে।
তথ্যমন্ত্রী আরও জানান, গুজব প্রতিরোধের চলমান কার্যক্রমের আওতায় ২০১৮ সালের ২১ নভেম্বর থেকে এ যাবৎ গুজব বিষয়ে ১৮টি তথ্য বিবরণী দেওয়া হয়েছে।
সরকারি দলের সদস্য আবদুল লতিফের আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, চলচ্চিত্রে অশ্লীলতা দূর করতে একটি টাস্কফোর্স নজরদারি করছে। সরকারি দলের আরেক সদস্য নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে হাছান মাহমুদ জানান, তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪, জাতীয় অনলাইন নীতিমালা ২০১৭ এবং বেসরকারি ব্যবস্থাপনায় বেতার কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সদস্য বেগম আবিদা আনজুম মিতার অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, দেশের ১৮৮টি পত্রিকায় অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়িত হয়েছে। ইতিমধ্যে অষ্টম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ করা হয়েছে। সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। সরকার এই তহবিল থেকে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিকদের বিশেষ আর্থিক ও চিকিৎসা সুবিধা প্রদান করছে।