শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক | ২১ ফেব্রুয়ারি, ২০২০ ০৯:৪৬
বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’পালন করছে জাতি।
ইতোমধ্যে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে জাতীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতি হিসেবে নেতাদের সঙ্গে শহীদ মিনারে ফুল দেন প্রধানমন্ত্রী।
এরপর ফুল দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ জাতীয় পার্টির সংসদ সদস্যরা।
এরপর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে ভোর থেকে সাধারণ মানুষের ঢল নামতে থাকে।
একে একে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২১ ফেব্রুয়ারি, ২০২০ ০৯:৪৬

বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’পালন করছে জাতি।
ইতোমধ্যে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে জাতীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতি হিসেবে নেতাদের সঙ্গে শহীদ মিনারে ফুল দেন প্রধানমন্ত্রী।
এরপর ফুল দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ জাতীয় পার্টির সংসদ সদস্যরা।
এরপর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে ভোর থেকে সাধারণ মানুষের ঢল নামতে থাকে।
একে একে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।