চীন থেকে বিশেষ বিমানে দিল্লিতে ২৩ বাংলাদেশি
অনলাইন ডেস্ক | ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৪৬
করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবের উৎসস্থল চীনের উহান শহর থেকে আরও ২৩ বাংলাদেশিকে বিশেষ বিমানে ভারতের দিল্লিতে সরিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার উহান থেকে তাদের দিল্লিতে আনা হয়েছে বলে ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে।
জানা গেছে, ভারতের বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে দেশটির নাগরিকদের সঙ্গে ওই ২৩ বাংলাদেশিকেও চীনের উহান থেকে ফেরত আনা হয়।
দিল্লিতে আসা বাংলাদেশিদের বিশেষ সুযোগ-সুবিধা দিয়ে কোয়ারেন্টাইন (অন্যদের থেকে বিশেষভাবে রাখা) করে রাখা হয়েছে।
এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত ১ ফেব্রুয়ারি চীন থেকে ৩১২ বাংলাদেশিকে বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনা হয়।
পরে আশকোনা হজক্যাম্পে বেশ কয়েকদিন কোয়ারেন্টাইনে রেখে করোনাভাইরাস আক্রান্ত নন নিশ্চিত হওয়ার পর তাদের নিজেদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বুধবার আরও ৪৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে আরও ২৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৪৯৭ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৪৪ জনে।
এছাড়া মোকাবেলায় ওমরাহ পালন ও মসজিদে নববী পরিদর্শন এবং টুরিস্ট ভিসা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যখন করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা দ্রুত বাড়ছে, তখনই এই পদক্ষেপ নেওয়া হলো। আক্রান্তদের অনেকেই ইরান ফেরত। চীনের বাইরে এই ভাইরাসে সর্বাধিক ১৯ জনের মৃত্যু হয়েছে ইরানে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৪৬

করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবের উৎসস্থল চীনের উহান শহর থেকে আরও ২৩ বাংলাদেশিকে বিশেষ বিমানে ভারতের দিল্লিতে সরিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার উহান থেকে তাদের দিল্লিতে আনা হয়েছে বলে ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে।
জানা গেছে, ভারতের বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে দেশটির নাগরিকদের সঙ্গে ওই ২৩ বাংলাদেশিকেও চীনের উহান থেকে ফেরত আনা হয়।
দিল্লিতে আসা বাংলাদেশিদের বিশেষ সুযোগ-সুবিধা দিয়ে কোয়ারেন্টাইন (অন্যদের থেকে বিশেষভাবে রাখা) করে রাখা হয়েছে।
এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত ১ ফেব্রুয়ারি চীন থেকে ৩১২ বাংলাদেশিকে বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনা হয়।
পরে আশকোনা হজক্যাম্পে বেশ কয়েকদিন কোয়ারেন্টাইনে রেখে করোনাভাইরাস আক্রান্ত নন নিশ্চিত হওয়ার পর তাদের নিজেদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বুধবার আরও ৪৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে আরও ২৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৪৯৭ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৪৪ জনে।
এছাড়া মোকাবেলায় ওমরাহ পালন ও মসজিদে নববী পরিদর্শন এবং টুরিস্ট ভিসা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যখন করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা দ্রুত বাড়ছে, তখনই এই পদক্ষেপ নেওয়া হলো। আক্রান্তদের অনেকেই ইরান ফেরত। চীনের বাইরে এই ভাইরাসে সর্বাধিক ১৯ জনের মৃত্যু হয়েছে ইরানে।